পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ S$లిS) এই ইশতেহার দ্বারা সংবাদ দেওয়া যাইতেছে যে কলিকাতার শহরস্থ মিঃ ডেবিডসন কোম্পানি সাহেবানের মহাজনেরদিগের মধ্যে যাহারা আপন২ দাবির হিসাব ঐ সাহেবানের এষ্টদিগের নিকট রেজেক্টরি করাইয়াছেন সেই সকল মহাজন তাহারদিগের দাবির অন্দরে ফি টাকায় চারি আনার হিসাবে ডেবিডেন্ট অর্থাৎ অংশ আগামি ১ জানুআরি সন ১৮২৮ সাল অথবা ঐ তারিখের পর মোং কলিকাতার রাণীমুদির গলিতে মিঃ ক্রুটেনডেন মেকিলপ কোম্পানি সাহেবানের আফিসে একটিং ক্রষ্টি জেমস মেং জিমিস কলন সাহেবের নিকট পাইবেন।--তারিখ ২৩ এপ্রিল । কলিকাতা । ১৮২৭ সাল । এ কালবিন । জে কালেন। ই ট্রাটর। রাজচন্দ্র দাস । রসময় দত্ত | জান মেকেঞ্জি । কে আর মেকেঞ্জি । ডবলিউ এস বএড । জান লো । মিসিউঅস ডেবিডসন এণ্ড কোম্পানির গত ফারমের । ( ৩ জানুয়ারি ১৮২৪ । ২০ পৌষ ১২৩০ ) সঞ্চয় ভাণ্ডার –সংপ্রতি শুনা গেল যে শহর কলিকাতার বড়বাজার নিবাসি শ্ৰীযুত গদাধর সেট ও রূপনারায়ণ বসাক ও বিজয়কৃষ্ণ সেট ও ভুবনমোহন বসাক ইহারা ঐক্য হইয়া সঞ্চয় ভাণ্ডার নামক এক কৰ্ম্মারম্ভ করিয়াছেন তাহার স্থল বিবরণ এই । এই সঞ্চয় ভাণ্ডারের ৬৪ অংশ হইয়াছে ঐ অংশের টাকার স্থদহইতে কোম্পানির লাটরির টিকিট ক্রয় হইবেক তাহাতে যে প্রাইজ পাওয়া যাইবেক তাহা চৌষট্টি অংশে বিভাগ হইয়া তাবৎ অংশিরা পাইবেন ইহার বিশেষ ঐ ভাণ্ডারের নিমিত্ত যে আয়িন প্রস্তুত করিয়াছেন তাহ পাঠ করিলেই জানা যাইতে পারে। ঐ আয়িন আমরা পাঠ করিয়াছি তাহাতে ঐ সকল ব্যক্তিরদিগের যে প্রকার বুদ্ধির স্বষ্টি প্রকাশ হইয়াছে তাহাতে কাহার টিকিট ক্রয় বিষয়ে ক্ষতি হইতে পারে না এবং ইহাতে ধনের বৃদ্ধি হইতে পারে। অপর অত্যন্ত্র অর্থাৎ পঞ্চাশ টাকা প্রথম দিয়া তাহাতে অংশী হইতে হয় পরে প্রতি মাসে দশ টাকা এমত চারি বৎসরকালপর্য্যস্ত দিতে হইবেক দেখ কি আশ্চৰ্য্য ব্যাপার দশ টাকা দিতে কাহার কোন ক্লেশ বোধ হইবেক না কিন্তু লভ্য অধিকতর হওনের সম্ভাবনা আছে। না হইলেও আসলের ক্ষতি নাই এবং যদি আসল টাকা কেহ ফিরে চাহেন ૨૨