পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ Sb-" আছে এক্ষণে অভিপ্রায় করি যে বিচারকর্তারদের শাসনে এমত বা আর না হয় আমরা এই বিষয় কোন বিশিষ্ট লোকের প্রমুখাৎ শুনিয়া প্রকাশ করিলাম...। তিং নাং ( ২৩ নবেম্বর ১৮২২ ৷ ৯ অগ্রহায়ণ ১২২৯ ) ঋণদ্বেষকের পত্রের অবশিষ্ট কথা ॥—ঋণগ্রস্ত হওনেচ্ছ কেবল এক অঞ্চলে কিম্বা এক গ্রামে কিম্বা এক জাতির মধ্যে আছে তাহ নয় কিন্তু সৰ্ব্বত্র সাধারণ হইয়াছে । ইহার প্রধান কারণ কৰ্ম্মেতে আলস্য যে লোক বিশ বৎসরপর্য্যস্ত কর্জ করিয়া কীলক্ষেপণ করিয়াছে সে যদি চেষ্টা করে তবে এক বৎসরের মধ্যে মুক্ত হইতে পারে কিন্তু সাধারণ লোকেরদের মধ্যে এমন ইচ্ছা প্রায় নাই। এক ঋণহইতে মুক্ত না হইতে২ অন্য ঋণ করে আপন সংক্ৰম পৰ্য্যস্ত যাহার স্থানে যত পাইতে পারে তাহা লইতে অনিচ্ছুক হয় না অকুমান হয় যে ষোলআনার মধ্যে বারআন ঋণগ্রস্ত ও চারি অান মহাজন । হিন্দু লোকেরা কিঞ্চিৎ সঞ্চয় করিতে পারিলেই তাহাতে অলঙ্কার ও লওয়াজিম বাসন প্রভৃতি করে এই সকল দ্রব্য করাতে আত্মোপকার অধিক হয় না যেহেতুক কোন দায় উপস্থিত হইলে ঐ সকল দ্রব্য অৰ্দ্ধ মূল্যে মহাজনের নিকটে বন্ধক রাখে পরে অল্প দিবসের মধ্যে শুদে মূলে সে দ্রব্য বিকাইয়া যায়। প্রথম অলঙ্কার বন্ধক দেওন কালে মহাজনের সঙ্গে আলাপ হয় পরে ক্রমে ২ বাটীর সকল জিনিস দিয়া কেবল আপনারদের ব্যবহার্য্য দুই এক জলপাত্র অবশিষ্ট রাখে । পরে অতিদায়গ্রস্ত হইয় তাহাও মহাজনকে দেয় অবশেষে থালের পরিবর্তে কদলীপত্রে ভোজন করে কিন্তু এ সকল অতিস্থঃথির চিহ্ন । ( ২৪ মার্চ ১৮২৭ । ১২ চৈত্র ১২৩৩ ) প্রেরিত পত্র । চন্দ্রিকা পত্ৰহইতে নীত।--সেবক শ্রীরসিকারমণ পোদ্দারস্থানিবেদনমিদং । মহাশয়ের ২৩ ফালগুণ তারিখের চন্দ্রিকাতে কোন এক বিজ্ঞ মহাশয় অনুগ্রহ করিয়া নাগরির সমাচারের কাগজে মারবাড়ি মহাজনেরা অামারদিগকে যে অপবাদ দিয়াছেন তাহী তরজমী করিয়া প্রকাশ করাতে আমরা অবগত হইয় তাহাকে সাধুবাদ দিলাম এক্ষণে সেই মহাজনেরদিগের কথার উত্তর প্রদান করি । । প্রথমতঃ লেখেন বাঙ্গালি ক্ষুদ্রমহাজনেরদের সহিত আমরা ব্যবহার রাখিব না ইহারদিগের সহিত ব্যবহারে আমারদিগের দুই লক্ষ টাকা অপচিত হইয়াছে। উত্তর ক্ষুত্রের সহিত ব্যবহার করিলে অবশুই অপচয় হয় ইহাতে কি বাঙ্গালি কি মারবাড়ি কি অন্তান্তদেশীয় যে ক্ষুদ্র তাহারি ক্ষুদ্রস্বভাব এবং ক্ষুদ্র বুদ্ধি হয় যে ব্যক্তি তত্ত্বল্য সেই তাহার সহিত ব্যবহার করে আমি এমত অনেক প্রমাণ দিতে পারি যে কত ক্ষুদ্র মারবাড়ির দ্বারা কত বাঙ্গালির ক্ষতি হইয়াছে যে দেশে যাহারদিগের বাস তাহার তাবৎ লোকেরি যদি এবশ্বভাব হইত তবে মহামান্ত ইংল্পওঁীয় কোন মহাজনের দ্বারা কোন দেশীয়