পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sఫెb* BBBD KBBD SBBBD DD DBaLL তাহার বোর্ডরিবিহুতে কিম্ব কলিকাতার কালেক্তরি দপ্তরে দরখাস্ত করিলে নিয়মানুসারে নূতন পাট্ট পাইতে পরিবেন। ( ১৫ ডিসেম্বর ১৮২৭ । ১ পৌষ ১২৩৪ ) কলিকাতার ঘরের টাক্স —গত ১৬ নবেম্বর তারিখে শ্ৰীযুত স্মৌলট সাহেব কলিকাতার ক্লার্ক আফ দি পিস সাহেব এই ইশতেহার দিয়াছেন যে কলিকাতার ঘরওয়াল লোকেরা বাটী খালি থাকা বলিয়া কোন২ সময় টাক্স দিতে ওজর করে এবং তাহাতে হিসাবের অনেক গোলমাল পড়ে অতএব সেই গোলমাল ন হইবার কারণ কলিকাতার চিপ জুষ্টিস অফ দি পিস সাহেব লোকেরা এই হুকুম দিয়াছেন ষে যাহার ঘর যখন খালি হইবেক তথন সে ব্যক্তি আপন ঘর খালি হইলে এক সপ্তাহের মধ্যে টাক্সের কালেক্তর সাহেবের নিকট আসিয়া তাহার রিপোর্ট দিবে এবং কালেক্তর সাহেব তাহা এক বহীর মধ্যে লিখিয়া রেজিষ্টরি করিবেন যে পরে তদ্বিষয়ে কোন ওজর না হয় কিন্তু বাট খালি হইলে পর সাত দিনের মধ্যে সমাচার না দিলে তাহার কোন ওজর শুনা যাইবে না পূৰ্ব্ববৎ পুরা টাক্স লওয়া যাইবেক । ( ২৮ আগষ্ট ১৮২৪ । ১৪ ভাদ্র ১২৩১ ) নূতন আয়িন —কএক দিবস হইল কোম্পানি বহাদরের প্রবলাজ্ঞাদ্বারা হুগলি জেলায় ও কালনা মোকামে নৌকা গমনাগমনে প্রত্যেক দাড়ের কারণ চারি অান কর নিরূপিত হইয়াছে । { ২৭ জানুয়ারি ১৮২৭ । ১৫ মাঘ ১২৩৩ ) নূতন ষ্টাম্পের আইন — ১ মে অবধি কলিকাতার তাবৎ দেন পাওনার কাগজ পত্র ও রশিদ ও ছণ্ডী ও খত খরিতকী প্রভৃতি মূল্যক্রমে ষ্টাম্প কাগজে লেখাপড়া হইবেক । অত্যঙ্গ দিবসের মধ্যে শ্ৰীশ্ৰীযুতের আজ্ঞানুসারে তদ্বিষয়ক আইনও এই সমাচার পত্রদ্বারা প্রকাশিত হইবে। কলিকাতায় প্রায় এমত বিষয়ি লোক নাই যাহার উপর এই আইন না অশিবে অতএব সে আইন প্রকাশ হইবার চারি দিন পরে তাহা স্বতন্ত্র করিয়া মুদ্রাঙ্কিত করিয়া প্রকাশ করা যাইবেক এবং যাহার ক্রয় করিবার বাসনা হয় তিনি কলিকাতার পটলডাঙ্গায় শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের সংস্কৃত কলেজের উত্তর বড় রাস্তার পূর্ব ধারে কেতাবের গুদামে শ্রীরামতন্তু সরকারের নিকট গেলে অথবা শ্রীরামপুরের ছাপাখানায় আইলে পাইতে পারিবেন। ( ১২ মে ১৮২৭ ৩০ বৈশাখ ১২৩৪ ) কলিকাতাস্থ সরিফ টি সি প্লেীডম সাহেবের প্রতি । আমরা ( যাহারদের নাম নীচে লিখিত আছে ) তোমার নিকট যাজ্ঞা করি যে তুমি