পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rరీస్ని ১নংবাদ পত্রে সেকালের কথা সংপ্রতি এতদেশীয় লোক সুপ্রিমকোর্টে জুরির পদে নিযুক্ত হইবার বিষয়ে ঐ কোর্টের প্রধান বিচারক যে আইন অর্থাৎ নিয়ম করিয়াছেন তাহাতে অনেকেরি অসন্তুষ্টি জন্মিয়াছে তাহার কারণ এই যে ঐ নিয়মে এইরূপ লিখিত হইয়াছে যে যে ব্যক্তির পাচ সহস্র টাকার বিভব থাকে ও যে ব্যক্তি পঞ্চাশ টাকার কেরেয়ার যোগ্য বাটীতে বাস করে সেই ব্যক্তি জুরির যোগ্য হইবেক কিন্তু ইহা দেখা যাইতেছে যে যে ব্যক্তির ঐ পূৰ্ব্বোক্ত টাকার সম্ভাবনা ও ঐ প্রকার বাস স্থান নাই অথচ তৎকৰ্ম্ম সম্পাদনে সম্যকপ্রকারে যোগ্যতা অাছে তাহারা ঐ নিয়মম্বারা তৎপদহইতে বহিষ্কৃত হইয়া যাহারা সামান্ত সরকারাপেক্ষ ইংরাজী বুঝিতে অযোগ্য তাহার। ঐ ধন ও বাস স্থান স্বত্বে তৎপদাভিষিক্ত হইতে পারেন । যাহা হউক বিচারসম্মত এই হয় ষে ধন ও বাটীর উপর লক্ষ না করিয়া দোষশূন্ত ও বিশিষ্ট এবং ভাষাজ্ঞমাত্রেই জুরি হইবার যোগ্য হন এমত অজ্ঞা হইলে ভাল হয় । বাঙ্গাল হরকরা ৯ জানুআরি । আমরা এই লেখকের অভিপ্রায়ে অত্যন্ত আহলাদিত হইয়াছি যেহেতুক বিচারকর্ডার নিরূপিত আইনে যদ্যপিও এমত উল্লেখ আছে যে ভাষাজ্ঞ ব্যক্তি জুরি হইবেক তত্ৰাপি সম্ভাবনার উপর নির্ভর আছে কিন্তু এ লেখকের অভিপ্রায় এই যে উপস্থিত কৰ্ম্মের উপযুক্ত হইলেই জুরি হইতে পারে ধনী হইলে পক্ষপাত শূন্ত ও মার্জিত বুদ্ধি হয় এমত নহে । ২৭ জানের। ( ১৯ এপ্রিল ১৮২৮ । ৮ বৈশাখ ১২৩৫ ) পেটি জুরি —আমরা শুনিলাম ষে এই মিসিলে যে২ ব্যক্তি পেটি জুরি হইয়াছেন তাহারদের মধ্যে ৩১ জন ইংল্লণ্ডে জাত ইউরোপীয় লোক ও ২৬ জন এতদেশীয় ইংরাজ ও তিন জন বাঙ্গালি বিশেষতঃ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণমোহন দে ও তারিণীচরণ মিত্র। ( ১৬ জুন ১৮২৭ ৩ আষাঢ় ১২৩৪ ) বাঙ্গাল জুরি।—এই কলিকাতাস্থ বিজ্ঞ বাঙ্গালিরদিগকে এই উচ্চ জুরিপদ অৰ্পণ করিবার মানসে বিশেষ অনুসন্ধান করাতে এক্ষণে এই প্রকাশ পাইয়াছে যে ঐ ব্যক্তির। যাহারা আইন মতে পিটি জুরি হইতে অন্যথা হইয়াছেন এবং গ্রান্দজুরি হইবার অনুপযুক্ত হইয়াছেন উহার ইসপিসিএল অর্থাৎ বিশেষ জুরি হইতে ইচ্ছুক হন কি না ইহার প্রশ্ন করাতে র্তাহার। অনেক অক্ষম স্বীকার করিয়াছেন এবং র্যাহারদিগের কথনের ক্ষমতা আছে তাহার এই আপত্তি করিয়া কহেন যে র্তাহারদিগের এমত ইংরাজীতে দখল নাই যে তাহার কৌন্সলীরদিগকে তর্ক এবং জজেরদিগের প্রশ্ন বুঝিতে পারেন এবং আরো কহেন যে এই জুরির কৰ্ম্মেতে হাজির হইতে হইলে তাহারদিগের পরমার্থ ও জাতির বিষয়ে কিঞ্চিৎ লাঘবত হইবেক এবং জুরির আসনে নিয়মিত সময়াবধি আটক থাকনে কঠিন এবং অমুসার বোধ হইবেক এবং তাহার কহেন যে জুরির আসনে বসিয়া এক ব্রাহ্মণের বিষয়ের ক্ষতি কিম্ব তাহার প্রাণদণ্ডের আজ্ঞা দিতে কদাচ পরিবেন না। শীলন দেশে তদেশীয় জুরি স্থাপিত হইলে তাহার এ কৰ্ম্মে প্রবৃত্ত হণ্ডনে কোন