পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SNరిడి YBB BgJJ BBBD Beeaaa ( ১১ মে ১৮২২ ; ৩০ বৈশাখ ১২২৯ ) মৃত্যু ॥—গত ২৩ বৈশাখ শনিবারে টাকী গ্রামের বাবু গোপীনাথ মুন্সীর মোং বরাহনগরে পরলোকপ্রাপ্তি হইয়াছে ইহাতে ছোট বড় তাবৎ লোক খেদিত যেহেতুক ভাগ্যবানের সস্তান অল্পবয়সে অধিক গুণশালী হইয়াছিলেন বিশেযতে মিষ্টভাষী ও উদাম দাতা ও ধাৰ্ম্মিক ও বিষয় কৰ্ম্মে নিপুণ এতাবান গুণ একাধারে ছিল । ( ১৫ জুন ১৮২২ । ২ আষাঢ় ১২২৯ ) প্রতিমূৰ্ত্তি ॥—শ্ৰীযুত হারিস্তন সাহেব অনেক কালাবধি মোং কলিকাতার সদরদেওয়ানি আদালতের প্রধান বিচারকর্ড ছিলেন এবং সে কৰ্ম্মে তাহার স্থখ্যাতি সৰ্ব্বত্র আছে । সম্প্রতি সদরদেওয়ানি আদালতের উকীল শ্ৰীযুত মুন্সী আমিন উদ্দীন অহম্মদ ও শ্ৰীযুত বাবু জগন্নাথ সিংহ ও অন্তই উকীলেরা চাদ করিয়া পাচ হাজার টাকা জমা করিয়া শ্ৰীযুত চেনার সাহেবের দ্বারা শ্ৰীযুত হারিস্তন সাহেবের এক প্রতিমূৰ্ত্তি প্রস্তুত করিয়া সদরদেওয়ানি আদালতে রাখিয়াছে। ( ১৩ সেপ্টেম্বর ১৮২৮ । ৩০ ভাদ্র ১২৩৫ ) হারিস্টন সাহেব ফাং-শেষজাহাজদ্বারা সমাচার পাওয়া গেল যে ৯ এপ্রিল তারিখে হারিন্টন সাহেব ইংমণ্ডদেশে পরলোকপ্রাপ্ত হইয়াছেন। হারিন্টন সাহেব ৪০ বৎসরের অধিক কাল কোম্পানির কৰ্ম্মে নিযুক্ত ছিলেন । এ দেশে তাহার আগমনাবধি তিনি আদালতের কৰ্ম্মে নিযুক্ত হইয়াছিলেন এবং নানা ক্ষুদ্র ২ পদের কৰ্ম্ম নিৰ্ব্বাহকরণ পুৰ্ব্বক শেষে সদরদেওয়ানী আদালতে নিযুক্ত হন সদর দেওয়ানী আদালত নিযুক্ত হইয়া কৰ্ম্ম করণে এ দেশে যেরূপ মুখ্যাতিপ্রাপ্ত হন তাহ প্রায় সকলেই অবগত আছেন এবং এমত কোন লোক নাই যে হারিন্টন সাহেবের নাম না শুনিয়াছেন ও তাহাকে না জানেন । তিনি কোম্পানির আইনের সারসংগ্ৰহ করিয়া দুই কিম্বা তিন পুস্তক ছাপাইয়াছিলেন এবং সে পুস্তক অদ্যাপি অতিশয় চলিত আছে । অতিশয় শ্রমপূর্বক সরকারী কৰ্ম্ম নিৰ্ব্বাহ করণে র্তাহার এই পীড়া জন্সিয়াছিল এবং আট বৎসর হইল তিনি স্বস্থহওনার্থে ইংগ্রণ্ডে গমন করিয়াছিলেন আপন দেশের বায়ুতে কিঞ্চিৎ স্থস্থ হইয়া পুনৰ্ব্বার এ দেশে আইলেন এবং শ্ৰীযুত কোর্ট অফ ডাইরেক্তস সাহেবের তাহাকে কোন্সেলে নিযুক্ত করিলেন যখন তিনি পুনৰ্ব্বার এ দেশে পছfছলেন তখন কৌন্সেলের কোন পদ শূন্ত ছিল না এইপ্রযুক্ত তিনি সদর দেওয়ানী আদালতের প্রধান জজের পদে নিযুক্ত হইয়া কিছু কালপৰ্য্যন্ত সেই কৰ্ম্ম নির্বাহ করেন পরে কৌন্সেলের পদ শূন্ত হইলে তিনি সেই পদে ভৰ্ত্তি হইয়া দুই বৎসর পর্য্যস্ত সেই কৰ্ম্ম উত্তমরূপে নিৰ্ব্বাহ করিলেন পরে তাহার পীড়ার বৃদ্ধি হইতে লাগিল তাহাতে তিনি চীনদেশে গমন করিলেন এবং সে দেশহইতে ইংগ্রণ্ডে গমন করিলেন । কিন্তু আপন দেশে পহুছিবামাত্র লোকান্তর গত হুইয়াছেন ।