পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇఅఆ মংবাদ পত্রে মেনকালের কথা ( ২২ জুন ১৮২২ । ৯ আষাঢ় ১২২৯ ) নরবলি ॥—শুনা গেল যে জিলা নদীয়ার অন্তঃপাতি চাদড়া জয়ার্কুড় নামে গ্রামের রূপরাম চক্রবর্তীর পুত্র বিশ্বনাথ চক্রবর্তী আড়বান্দা নামে গ্রামে মাঘী পূর্ণিমাতে বলিদানরূপে খুন হইয়াছে । ইহা প্রকাশ হওয়াতে ঐ গ্রামের গৌরকিশোর ভট্টাচার্ধ্যের প্রতি সন্দেহ হইয়া তাহাকে কএদ রাখিয়াছিল কিন্তু সপ্রমাণ না হওয়াতে সে মুক্ত হইয়াছে । ( ১ ফেব্রুয়ারি ১৮২৩ ৷ ২০ মাঘ ১২২৯ ) অনির্ণীত বলি ॥—মোকাম কলিকাতার ঠনঠনিয়ার বাজারের উত্তরে কালীবাটীর নিজ পূৰ্ব্ব তেমাথা পথে ১৪ মাঘ রবিবার ২৬ জামুআরি গ্রহণ দিবসে রাত্রিকালে ১ রাজা বাছুর ও ১ বানর ও ১ কাল বিড়াল ও ১ শৃগাল ও ১ শূকর এই পাচ পশু কাটিয়াছে পর দিন প্রাতঃকালে সকলে দেখিল যে এই পাচ জন্তুর শরীরমাত্র আছে কিন্তু মুণ্ড নাই ইহাতে অক্ষমান হয় যে মুগু কাটিয়া লইয়া গিয়াছে। ইহার কারণ কিছু জানা যায় নাই । ( ২১ এপ্রিল ১৮২৭ ৯ বৈশাখ ১২৩৪ ) কালীর স্থানে জিহাবলি —শুনা গিয়াছে যে গত ৮ চৈত্র মঙ্গলবারে পশ্চিমদেশীয় এক ব্যক্তি কালীঘাটে শ্ৰীশ্ৰী কালী ঠাকুরাণীর সম্মুখে আপন জিহা ছুরিকাদ্বারা ছেদনপূৰ্ব্বক বলিদান করিল তাহাতে রক্তনির্গত হইয়৷ ভূমিপৰ্য্যস্ত পতিত হইল এবং সে ব্যক্তি রক্তাক্তকলেবর বা হইয়া একেবারে মূছাপন্ন হইল। এ ব্যক্তির অসমসাহসি কৰ্ম্ম দেখিয় ও শ্রবণ করিয়া যাহার কনিষ্ঠাঙ্গুলির এক দেশ ছেদনপূর্বক ভগবতীকে কিঞ্চিৎ রক্ত দর্শন করাইয়াছিলেন বা করাইবেন তাহারা অবাক হইয়াছেন ও হইবেন । এই সম্বাদ এত বিলম্বে প্রকাশ করা গেল তাহার কারণ অগ্রে বিশ্বাস হয় নাই, তৎপরে: বিশেষানুসন্ধানে নিশ্চয় জানিয়া প্রকাশ করিলাম। সং চং ( ১৬ জানুয়ারি ১৮১৯ - ৪ মাঘ ১২২৫ ) -- বিবাহ —আমরা শুনিয়াছি যে এই মাসের মধ্যে শ্রযুত বাৰু গোপাল মল্লিকের পুত্রের বিবাহ হইবেক তাহাতে যেমত২ আড়ম্বর শুনা যাইতেছে ইহাতে অনুভব হয় যে এমত বিবাহ কলিকাতায় কখন হয় নাই কিন্তু সম্পন্ন হইলে বুঝা যাবেক। এবং তাহার বিশেষ২ বিবরণ ছাপান যাইবেক । ( ৩০ জানুয়ারি ১৮১৯ । ১৮ মাঘ ১২২৫ ) বিবাহ –কএক দিবস হইল কলিকাতার মধ্যে এক বড় বিবাহ হইয়াছে তাহার বিষয় আমরা শুনিয়াছি যে সে অতিসমারোহ ও অনেক প্রকার রোশনাই হইয়াছিল এবং