পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBDD eBB BBBBBBD DBaL و ع۹ یخ ইহারদিগের বিবাহের সম্বন্ধের নিয়ম বা তদ্বিষয়ক কোন প্রসঙ্গ অন্য প্রকারে হয় না ঐ স্থানে ভাট যাহাকে পাজিয়ারা কহে তদ্বারা তৎপণপণ কোটি দিন ও লগ্ন ইত্যাদি নিৰ্দ্ধাৰ্য্য হয় আর যত দিন অবধারিত না হয় তত দিন উভয় পক্ষ ঐ স্থানে বাস করে বিবাহের কাল উপস্থিত হইলে বরপাত্র যেমত বড় বা ক্ষুদ্র লোক হউক সমারোহের মূনাতিরিক্ত নাই তাহার সহিত একটা চাকরমাত্র যায় তাহাকে খাওয়াস কহে বরের ভূষণ এক ধূতি সাদা পাগড়ি আর একখানি দোপাটামাত্র আর বিবাহের সজ্জা জলের থালি একটা আর পানবাটা এক যোড় বরযাত্র খাওয়াসমাত্র বিবাহেতে বরের খরচ কেবল দুই বা চারি পয়শার সিন্দুর আর গুবাক এ তাবৎ প্রব্যের বাহক ঐ খাওয়াস অথবা বরযাত্র হইয়া থাকে। বর আপন বাটীহইতে কস্তার বাটীতে এমত সময়ে যাত্রা করেন যে এক প্রহর বা সাৰ্দ্ধ প্রহর দিন থাকিতে তদগ্রামের প্রাস্তে পহুছিতে পারেন তথায় উপস্থিত হইয়া কোন প্রকারে আপন শুভাগমনের সংবাদ কন্যার বাটতে পাঠাইয়া আর পূৰ্ব্বোক্ত উত্তীর্ণ দোপাট মস্তকোপরি নিঃক্ষেপপূৰ্ব্বক নবকুলবধূর ন্যায় ঘোমটা দিয়া গ্রামের ভিতর অতি ধীরে২ প্রবিষ্ট হয়েন ও পিপীলিকার ন্যায় চরণ নিঃক্ষেপ করেন বর এমত আস্তে চলেন যে র্তাহার পদনিঃক্ষেপ বোধ হয় না অর্থাৎ এমত ধীরে চলে যে দুই প্রহর কালে প্রায় ২০ ০৩০ ০ হাত গমন করিতে পারেন ইহাতে যদি দ্রুত চলে তবে কন্যার দেশের লোক নিন্দ করে ও অসভ্য মুখ কহে কিন্তু যত ধীরে চলেন ততই প্রশংসা এই প্রশংসেচ্ছক হইয়া কতবার দোপাট্রাদ্বারা দৃষ্টির অবরোধ থাকতে পাদনিঃস্থত হইয়া মৃত্তিকাতে পতিত হয়েন । কন্যার বাটীতে বিবাহের বেদী প্রস্তুত হইয়া থাকে ভtহাতে আলিপনাপ্রভৃতি মাঙ্গল্য দ্রব্যের অবস্থান করে বরজী আসনোপবিষ্ট হইলে কতকগুলিন মুচি বাদ্যকর আসিয়া বাদ্য করে তাহারদিগকে এক প্রকার পণ্ডিত বলা যায় কারণ তাহারা নান্দী পাঠ করে অর্থাৎ নানাবিধ নাটক গ্রন্থ পড়ে ও বর কন্যার বংশের উপাখ্যান বর্ণনা করে সেখানে অন্ত কোন পুরুষ যাইতে বা থাকিতে পায় না কেবল কন্যাকৰ্ত্ত মাত্র তেহু অত্যন্ত্র বাচনিক মন্ত্রদ্বারা কন্ত সংপ্রদান করিয়া স্থানান্তরে যান স্ত্রী লোকেরা আসিয়া বাদ্য গীত করত বর কন্যাকে বাসর ঘরে লইয়া যায় তাহারা যে ঘরকে কোবর কহে তথাতে স্ত্রী লোকেরা ধূনা জালায় পর দিন গ্রামস্থ আত্মীয় স্বজন ব্যক্তিরা বরকে কুতুহল স্থলে দেখিতে আইসেন আর যৌতুক দানের পরিবর্ভে কিঞ্চিৎ ধূনা জালাইয়া সম্মুখে এক প্রকার আরতি করে কেহব পান স্থপারি দেয় স্ত্রী লোকেরা হরগৌরীর বিবাহের প্রসঙ্গ বিষয়ক ভরকুননামক গীত গায় ও বাদ্য বাজায় এ প্রকারে বর কুতুহল গৃহে ৭৯২১ বা ২৭ দিন বাস করিয়া আপনি পদব্রজে আর স্ত্রীকে এক ভুলিতে করিয়া নিজালয়ে গমন করেন । ( ২১ ফেব্রুয়ারি ১৮২৪ । ১০ ফাল্গুন ১২৩৯ ) চুড়াকরণ —নবদ্বীপাধিপতি শ্ৰীলশ্ৰীযুত গিরীশচন্দ্র রায় বহাদরের পোষ্য পুত্ৰ শ্ৰীযুত শ্ৰীশচন্দ্র রায়ের শুভ চুড়াকরণ ২৪ মাঘ ৫ ফেব্রুআরি বৃহস্পতিবার হইয়াছে এই কৰ্ম্মেতে