পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম Rఫిథ সামগ্রী এমত দিয়াছেন যে তাহারা মাসাবধি থাকিলেও তাহার শেষ করিতে পারেন না। এবং তাবৎ সামাজিকেরদের সিধা উপযুক্ত মত দিয়াছেন । সভার সৌষ্ঠব অত্যাশ্চর্ঘ্য পূর্ব ভাগে উপরে নানা দেশীয় নিমন্ত্রিত সচ্ছাত্র অধ্যাপকগণ এবং উত্তর ভাগে নানা দেশীয় বিষয়ী ভাগ্যবস্ত ব্রাহ্মণগণ। পশ্চিম ভাগে উপরে সামাজিক তাবৎ ব্রাহ্মণবর্গ নীচে পশ্চিম ভাগে তাবৎ ভাগ্যবস্ত বিশিষ্ট শূদ্ৰসমূহ। সভার মধ্য ভাগে স্থবৰ্ণময় দান সাগরের সামিগ্রী। তাহার উত্তরে রাশীকৃত রূপ্যময় গাড়। ঈশান কোণে পিত্তলের এক রাশি গাড় । দান সাগরের দক্ষিণে রাশীকৃত রূপার ঘড়া ও অগ্নিকোণে পিত্তলের ঘড়ী এক রাশি সভার পূর্ব ভাগে রূপার খট্র ১৭ খান তাহার আসনাদি সমুদয় শাঠান বস্ত্রেতে সোনা রূপার বুট ও ঝালর দেওয়া । তাহার পূর্ব ভাগে সবৎস ও সদুগ্ধ ষোড়শ ধেনু । এই রূপ সভা হইয়া ষোড়শ দানীয় দ্রব্য প্রত্যেকে উৎসর্গ করিয়া প্রত্যেক দানের দক্ষিণ। এক২ সুবর্ণ মুদ্রা সমেত সাক্ষাৎকারে অপূৰ্ব্ব বেদাধ্যায়ি পশ্চিম দেশস্থ ব্রাহ্মণ হস্তে দান করিয়াছেন। পরে উত্তম ষোল যোড়া শাল ও দুই বাস্ত উৎকৃষ্ট বনাং ও নগং দশ হাজার টাকা রূপার থালে করিয়া উৎসর্গ করিয়াছেন এবং বিলক্ষণ দান কারণ দ্বিজদম্পতী পশ্চিম দেশহইতে আনাইয়া দুই হাজার টাকার অলঙ্কার ও বস্ত্রেতে ভূষিত করিয়া অপূৰ্ব্ব শয্যাদি ও দক্ষিণ স্বৰ্ণ মোহর দিয়াছেন । পরে সুন্দর সুসজ্জ ঘোটক ও বৃহৎ হস্তী ও বজরা ও উৎকৃষ্ট ঘোটকদ্বয়যুক্ত গাড়ী ও উত্তম মহাপা প্রভৃতি উৎসর্গ করিয়া সাক্ষাৎ ব্রাহ্মণগণকে আরোহণ করাইয়াছেন । এবং রবাহুত ব্রাহ্মণ ও কাঙ্গালি প্রভৃতি অনুমান এক লক্ষ আসিয়াছিল তাহারদিগকে যথাযোগ্য দানদ্বারা সন্তুষ্ট করিয়া বিদায় করিয়াছেন । এবং ব্রাহ্মণ পণ্ডিতেরদের বিদায়ের যে হার করিয়াছেন শুনা যাইতেছে সেও উত্তম বিবেচনাপূর্বক হইয়াছে। আর২ বিষয় লিখিতে হইলে অতিবাহুল্য হয় তৎপ্রযুক্ত স্কুল২ বিবরণমাত্র সকলকে জানাইবার কারণ লিখা গেল । ( ১৪ জুলাই ১৮২১ । ৩২ আষাঢ় ১২২৮ ) একোদিষ্ট শ্রাদ্ধ —শ্রীরামপুরের শ্ৰীযুত বাবু রাঘবরাম গোস্বামির ৮ পিতার একোদিষ্ট শ্ৰাদ্ধ ২৯ আষাঢ় বুধবার হইয়াছে সাম্বৎসরিক শ্রাদ্ধে এই রূপ ব্যয় বাহুল্য প্রায় অন্যত্র দেখা যায় না । নবদ্বীপ অবধি এতদেশ সাধারণ ব্রাহ্মণ পণ্ডিতের সমাগম হইয়াছিল এবং ব্রাহ্মণ ভোজনের পরিপাটী অতিশয় । - ( ১৬ মার্চ ১৮২২ । ৪ চৈত্র ১২২৮ ) একোদিষ্ট ॥—কলিকাতার শামবাজারের শ্ৰীযুত বাবু গুরুপ্রসাদ বস্থজ আপন পিতার অশৌচপ্রতিবন্ধক পতিতৈকোদিষ্ট শ্রাদ্ধ ২৮ ফাল্গুন রবিবারে করিয়াছেন তাহাতে আন্দাজ সবস্ত্রোপকরণ আট শত থাল ও সবস্ত্রোপকরণ সামন্ত ভোজ্য পাচ শত করিয়া তাবদলস্থ