পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ల్సి8 BBBD KJBB SBBBB BBB BB LLL ১৪ পরীক্ষবড়। পূজার সময় দর্পণ লইয়া দণ্ডায়মান থাকে। অখণ্ড মেকাপ প্রদীপে তৈল দেয় ও প্রদীপ সকল উঠাইয়া রাখে। পড়িচারী সম্মুখদ্বারে চৌকী থাকে। ডাবখাট । শয্যা নীচে দেয়। দক্ষিণ দ্বারের পড়িচারী ভোগ ডাকিয়া ষায় বড় দ্বারের পড়িচারী ভোগ জাগিয়া থাকে ও মহাপ্রভু বাহির হইলে অবগলি নামে সুগন্ধিকাষ্ঠ বাহির করে। জয় বিজয় দ্বারের পড়িচারী ভোগ মণ্ডপের চৌকী থাকে এবং ভোগের সময় কাহাকেও ছাড়ে না। ১৫ খড়গনায়ক। পূজা সমাপ্ত হইলে পানের বিড়িয়া লইয়া পাগুকে দেয় ও নিবেদন করায় । চতুস্থ ম নাগির সময় অর্থাৎ সন্ধ্যার পরে কেৰল চন্দন বস্ত্রাদি দ্বারা যে বেশ হয় তৎকালে আপনি বিড়িয়া লইয়া নিবেদন করে । ১৬ খাটশয্যা মেকাপ । খাট শয্যা সম্মুখে পাতিয়া দেয় ও পুনৰ্ব্বার অনিয়া ভাণ্ডারে রাখে । আস্তান পড়্যারি অবকাশ বল্লভভোগ সময়ে পূজার পরিচর্য্য করে। ১৭ মুখপাখল পড়্যারী। অবকাশ সময়ে স্ববাসিত জল ও দস্তকাষ্ঠ দেয় । ১৮ সওয়ার কোট ॥ ভোগের পিঠা সিদ্ধ করিয়া মহাসওয়ারের জিম্মা করিয়া

  • *

দেয় । ১৯ মহাসওয়ার ॥ প্রথম পিঠার ছেক সম্মুখে আনিয়া রাখে । গোপালবল্লভ পরিবেশন করে । - ২০ ভাতিবড় । থালে করিয়া থেচরী ও অন্ন ব্যঞ্জন ও পাখাল অল্পের চারি ভোগ সম্মুখে লইয়া রাখে । ২১ রোসপাইব ॥ রক্ষয়শালায় প্রদীপ জালায় এবং সওয়ারেরদের অশৌচ হইলে বাহির করিয়া দেয় এবং কোট ভোগের অর্থাৎ রাজভোগের সঙ্গে ২ চৌকী দিয়া জয় বিজয় দ্বার ছাড়াইয়া দেয় । ২২ বিরিবহ সওয়ার ॥ সমর্থার নিকট হইতে বাট বিড়ি লইয়া সওয়ারেরদের জিম্ম৷ করিয়া দেয় । ২৩ ধোয়া পাখালিয়া ব্রাহ্মণ ॥ রস্থ এর স্থান ধোয়া পাকলা করে । ২৪ অঙ্গরবহ ব্ৰাহ্মণ। সকল উনানহইতে অঙ্গার বাহির করিয়া বাহিরে ফেলিয়া দেয় । ২৫ দয়িত সয়াওরী। মহাপ্রভুকে বাহির করিয়া বহন করে ও মহাপ্রভুর ক্রমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করে । ২৬ দাত্য। মহাপ্রভুর শ্রীমূৰ্ত্তি চিত্র করিয়া নেত্রোৎসবের দিনে নেত্ৰোৎসব করায় । ২৭ স্থধু সওয়ার। বল্পভের নৈবেদ্য সাজাইয়া দেয় ও ভোগ মারা গেলে অল্পাদি ভিতরহইতে বাহির করে। পৰ্ব্ব যাত্রায় অৰ্চনা করে ও প্রদীপ সাজাইয়া দেয়। ২৮ দ্বারনায়ক । এই ব্যক্তি কপাট খোলে ও বন্ধ করে । ২৯ মহাজন ৷ জয় বিজয় প্রতিমারদিগকে বহন করে ।