পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ \రి(S সরস্বতী নদীর উপর এক পাকা পুল করিয়া দিয়াছেন লোকের গমনাগমনের মহামুখ হইয়াছে এক্ষণে গুনা যাইতেছে ঐ জজ সাহেব হুগলির কিঞ্চিৎ পশ্চিম সপ্তগ্রাম নামে ষে গ্রাম আছে তাহার নিকট ঐ সরস্বতী নদীতে এক লৌহময় সেতু প্রস্তুত করাইতেছেন ইহাতে লোকেরদিগের কিপৰ্য্যস্ত উপকার হইবেক তাহ বলা যায় না পরমেশ্বরেচ্ছায় ঐ জেলায় ঐ জজসাহেব আর কিছু কাল স্থায়ী হইলে তত্রস্থ তাবৎ গ্রামস্বদিগের অধিক মঙ্গল হইবেক যেহেতুক প্রজাপলিক সদ্বিচারক লোকোপকারক এমত সাহেব অল্প দেখা যায় যেহেতুক নিরন্তর মঙ্গলাকাজী হইয়া চfদfদ্বার টাকা সংগ্রহ করত উক্ত কৰ্ম্মসকল সম্পন্ন করাইতেছেন । ( ১ জুন ১৮২২ । ২০ জ্যৈষ্ঠ ১২২৯ ) খাল বদ্ধ –জিলা যশোহরের মধ্যে ভৈরব নদীর ধারে কচুয়ার থানার নিকটে ভেওটা নামে এক খাল ছিল সে খালদ্বারা ঢাকা প্রভৃতি অঞ্চলে নৌকাপথে অনায়াসে যাতায়াত হক্টভ। সে খাল খেলারাম মুখোপাধ্যায় নামে এক জমাদার বদ্ধ করিয়াছে ইহাতে নৌকা যাতায়াতে ছয় ক্রোশের পথের ফের পড়িয়াছে । ( ১৬ আগষ্ট ১৮২৩ । ১ ভাদ্র ১২৩০ ) হিতে বিপরীত ॥—সকলে অবগত আছেন যে ভৈরব নদ উত্তরহইতে আসিয়| মোং সিংহনগরের নীচে দিয়া পূৰ্ব্বদিকে গিয়া বাদাবনে মিলিত হইয়াছে কিন্তু কতক কাল হইল ঐ সিংহনগরের নীচে ইচ্ছাবতী অর্থাৎ ইছামতী নদী ঐ ভৈরবহষ্টতে নিৰ্গত হইয়। দক্ষিণ অঞ্চলে গিয়াছে । কাল ক্রমে ইচ্ছামতী নদীর প্রাবল্য হওয়াতে ভৈরবের ঐ ধারা বন্দ হইয়া ক্রমে২ ঐ সিংহনগরের নীচে ভৈরবের মোহন প্রায় মারা পড়িয়াছিল । কোন২ বৎসর বন্যা অধিক হইলে ঐ ভৈরব নদ বহুত হইত অন্য সময়ে ঐ স্থানে জলবিন্দুও থাকিত লা তৎপ্রযুক্ত গত বৎসর শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বহুদের ঐ নদ পুনৰ্ব্বার বহুত করিবার কারণ তদুপযুক্ত খরচ ও এক সাহেবকে ঐ কৰ্ম্মে নিযুক্ত করিয়াছেন তাহারা সেখানে গিয়া বাদাবন গমনশীল ভৈরবের প্রবাহ দৃঢ়রূপে বন্ধ করিয়া ঐ নদের মধ্যে২ যেখানে বক্রতা আছে তাহা কাটিয়া সোজা করিয়াছেন এবং যে মোহন বদ্ধ করিয়াছেন তাহার উত্তরে এক নূতন খাল কাটিয়াছেন তাহার এই অভিপ্রায় ছিল যে এই নূতন খাল দিয়া বুড়িগঙ্গার সহিত ঐ মদ মিলাইলে বাণিজ্য ব্যবসায় করণের এবং যশোহর ও ঢাকা শহরপ্রভৃতি গমনাগমনের অতিক্ষগম হইবে কিন্তু তাহাতে এ বৎসর বিপরীত হইয়াছে অর্থাৎ অভিপ্রেত পথ দিয়া জল নির্গত হয় না এবং বাদার মোহনাও দৃঢ়ৰূপে বদ্ধ এবং বন্যাও এ বৎসর আতিশয় এবং বর্ষাও ভাদৃশী এই নান কারণেতেও জলবৃদ্ধি হইয়া দশ বারে ক্রোশের গ্রাম সকল জলপ্লাবিত হইয়াছে ইহাতে লোকের ও পশুর ও প্রস্তুত আউস ধান্তের ও কৃষিকৰ্ম্মের যে প্রকার অবস্থ। তাহা লেখা যায় না। যদি