পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NESo মংবাদ পত্রে মোকালেৰ কথা যে করুণা ও বিবেচনা প্রকাশ করিতেছেন তাহাতে সমাজে সমাগত লোকেরদের তুষ্টি আছে বিশেষতঃ কাওয়ার বৃক্ষের আবাদ করণার্থে ইউরোপীয় লোকেরদিগকে ১৮২৪ সালে আপন২ নামে ভূমি দখল করণের বিষয়ে যে অনুমতি প্রদান হইয়া ছিল তাহার বিধি বিস্তারকরণেতে সকল লোকেই বিশেষরূপে আপনারদের কৃতজ্ঞতা স্বীকার করেন । বৰ্ত্তমান গবরণমেণ্টের সম্বিবেচনা ও স্বস্বভাবের বিষয়ে সমাজে সমাগত কোনব্যক্তির কিঞ্চিমাত্র সন্দেহ নাই তথাপি র্তাহারদের ইহা বাঞ্ছনীয় যে বাদশাহের সমস্ত প্রজা এদেশে আপনারদিগকে সংস্থাপন করিতে এবং যথার্থ ব্যবস্থার অধীনে এদেশে বাস করিতে পালিমেণ্টের হুকুমের দ্বারা অনুমতি পান । পরামর্শসিদ্ধ সপ্তম বাক্য এই ষে ইংলণ্ডদেশের বাদশাহের অন্য২ চাকলার উৎপন্ন দ্রব্যের উপরে যে মামুল ধাৰ্য্য আছে এদেশ হইতে অধিক মাস্থল ভারতবর্ষের উৎপন্নদ্রব্যের উপরে লওয়া অযথার্থ এবং তাহাতে ভারতবর্ষের উন্নতির ব্যাঘাত জন্মিতেছে । * পরামর্শসিদ্ধ অষ্টম বাক্য এই যে যেসকল আইনে ইংলণ্ডদেশের কৰ্ম্মকারক সাহেবদিগের অনুমতির অপেক্ষ থাকে তাহার মুসাবিদ প্রথমতঃ এদেশে প্রকাশ হয় কারণ যে সেই আইনের বিরুদ্ধ তাহার র্যাহারা আইন জারী হওনের পূৰ্ব্বে তদ্বিষয়ে আপনারদের আপত্তি জানাইতে পারেন । - পরামর্শসিদ্ধ নবম কথা এই যে এই সকল পরামর্শের কথা লইয়া পালিমেণ্টে দেওনার্থ এক দরখাস্ত প্রস্তুত করা যায় এবং তাহাতে সকলের স্বাক্ষর হওনার্থে এক্সচেঞ্জঘরে রাখা যায় । অপর শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্রযুক্ত বাবু প্রসন্নকুমার ঠাকুর ও আঠার জন সাহেব লোক সেই দরখাস্ত প্রস্তুত করিতে সম্মতি পাইলেন ও কিঞ্চৎ কাল পরে ঐ সভায় তাহা আনিলেন ও তাহা মঞ্জুর হইল ॥ সং সং { ২৭ জুন ১৮২৯ । ১৫ আষাঢ় ১২৩৬ ) জেনরলব্যাঙ্ক —আমারদিগের পূর্ব প্রস্থাবিত মতে গত সোমবার এক্সচেঞ্জ ঘরে এই ব্যাঙ্কের কৰ্ম্ম নিৰ্ব্বাহকের নিয়োগ নিমিত্ত একসভা হইয়াছিল তথায় তাবৎ অংশি এবং অপরাপর ধনি মানি গুণি প্রভৃতি বহুবিধ লোক আগমন করিয়াছিলেন, এই সভায় ক্রযুত জান স্মীথ সাহেব সভাপতি হুইয়া প্রথমতঃ কৰ্ম্মকারিরদিগের নাম নির্দেশ উদ্দেশে আংশিগণ কর্তৃক বোট অর্থাৎ সম্মতিপত্র প্রদানের বিষয়ে এই প্রকার প্রস্তাব করিলেন যে, যে ব্যক্তি এই ব্যাঙ্কের উদ্ধ সংখ্যা ১৫ অংশ লইয়াছেন তিনি ৪ বোট বিতরণে শক্ত হইবেন এবং ৬ অংশে ৩ বোট ও ৩ অংশে ২ বোট ও একাংশে এক বোট দিতে পরিবেন তদনন্তর এই বোটের সংখ্যাকৰ্ত্তারা ঐ পূৰ্ব্বোক্ত এক্সচেঞ্জঘরের প্রকাশ স্থান হইতে স্বতন্ত্র এক স্থানে প্রস্থান করিয়া