পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$令 মংবাদ পত্রে মোকালের কথা নহে । এই পুস্তকের সংক্ষিপ্ত সংস্করণটি একেবারেই পাওয়া যায় না। এদেশে ভূপ্রাপ্য হইলেও পুস্তক দুইখানি বিলাতের ব্রিটিশ মিউজিয়মে আছে। ব্রিটিশ মিউজিয়মের বাংল। মুদ্রিত পুস্তকের তালিকায় উহাদের এইরূপ বর্ণনা আছে – -ototai fisi stg :...(Bangala siksha-grantha.] A Bengalee Spelling-book, with reading lessons, etc., adapted both for Europeans and Natives. By Radhacant Deb. pp. xiv. 288. * Caßeutta, 1821. 8°. —orfo torton fototox: [Samkehipta Bangala sikshagrantha.]...Abridgment of a Bengalee Spelling-book, with miscellaneous reading lessons, by Radhacant TXeb. pp. 111. Calcutta, 1827, 12°. - স্ত্রীশিক্ষা-ব্যাপারে রাধাকাস্ত দেব কতকটা মধ্যপন্থী ছিলেন । সম্রাস্ত হিন্দুপরিবারের কস্তাদের প্রকাগু বিদ্যালয়ে না-পাঠাইয়া, গৃহে শিক্ষক রাখিয়া তাহদের লেখাপড়া শেখানই তিনি বাঞ্ছনীয় মনে করিতেন । ১৮৪৯ সনে রামগোপাল ঘোষ প্রভৃতি কয়েক জন মান্তগণ্য দেশীয় লোকের সহায়তায় বীটন (Bethune) সাহেৰ হিন্দু বালিকা-বিদ্যালয় প্রতিষ্ঠিত করিয়া ভদ্রঘরের হিন্দুকস্তাদের বিদ্যালয়ে লেখাপড়াচর্চার সূচনা করেন । ৭ই মে ১৮৪৯ তারিখে এই বালিক-বিদ্যালয়ে পাঠারম্ভ হয় । ইহার কয়েক দিন পরেই দ্বিতীয় বালিকা-বিদ্যালয় প্রতিষ্ঠার কথা সংবাদপত্রে বিজ্ঞাপিত হয় । এই দ্বিতীয় বালিকাবিদ্যালয় স্থাপন করেন রাধাকান্ত দেব তাহার স্বগৃহে । এই প্রসঙ্গে ২৯ মে ১৮৪৯ তারিখে ‘সম্বাদ ভাস্কর’ লেখেন - কলিকাতা নগরে বালিকাদিগের শিক্ষার্থ দ্বিতীয় বিদ্যালয় ।—আমরা শ্রবণ করিলাম ত্রযুক্ত রাজা রাধাকান্ত বাহাদুর র্তাহার বাটীতে স্ত্রীলোকদিগের শিক্ষার্থ এক পাঠশালা করিয়াছেন, সংস্কৃত কালেজের এক জন ছাত্র ভদ্রবালিকাগণকে ইংরেজি বাঙ্গল উভয় ভাষায় তথায় শিক্ষাদান করিতেছেন । এই সংবাদের সত্যত সম্বন্ধে সন্দেহ প্রকাশ করিয়া অন্য দু-একখানি সম্বাদপত্র সম্বাদ ভাস্কর"কে মিথ্যাবাদী সাব্যস্ত করিবার চেষ্টা করিয়াছিলেন । ইহাতে ৯ জুন ১৮৪৯ তারিখে গৌরীশঙ্কর তর্কবাগীশ তৎসম্পাদিত সম্বাদ ভাস্করে যে মন্তব্য করেন তাহ উদ্ধত করিলাম — শ্ৰীযুক্ত রাজা রাধাকাস্ত বাহাদুরের বাটতে বালিকা শিক্ষার পাঠশাল। —আমরা গত ১৭ জ্যৈষ্ঠ DBBBBD BBB BBBB BBBS BB BBBBBB BBB BBBBBBBS BBDD BBBB BBB পত্রে বিশেষতঃ প্রভাকরে এই বিষয় প্রকাশ হয় ইহাতেই চন্দ্রিক সম্পাদক লেখেন “নগরমধ্যে জনশ্রুতি এবং সম্বাদ পত্রাদিতেও প্রকাশ হইয়াছিল যে রাজ রাধাকান্ত বাহাদুর আপনারদিগের বাটার ও অন্যান্য ভদ্র বালিকাদিগের বিদ্যা শিক্ষার্থে শোভাবাজারের রাজবাটীতে এক বিদ্যালয় স্থাপন করিয়া সংস্কৃত কলেজের জনেক ছাত্র স্বার। ইংরেজী ও বাঙ্গালাভাষা শিক্ষা দিতেছেন কিন্তু আমরা স্বয়ং রাজবাটীতে গমন করিয়৷ দেখিয়াছি এবং রাজ বাহাদুরের স্বমুখে শুনিয়াছি যে রাজবাটীতে দ্বিতীয় স্ত্রী বিদ্যালয় স্থাপিত হয় নাই” আমরা পূর্বেই চন্দ্রিকাতে এ বিষয় দেখিয়াছিলাম তথাচ অভিপ্রায় ছিল না প্রাচীন। চন্দ্রিকার প্রতি কটাক্ষ করি, এবং চন্দ্রিক। লেখক শ্ৰীযুত বাবু রাজনারায়ণ ভট্টাচার্য্যের সাক্ষাতেও ইহাই ব্যক্ত করিয়াছি কিন্তু তৎপরে দৃষ্ট হইল জ্যৈষ্ঠ মাসের পঞ্চবিংশতি দিবসীয় প্রভাকর পত্রে ইহার আন্দোলন উপস্থিত হইয়াছে এবং প্রভাকর সম্পাদক মহাশয় ষে প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন তাহার প্রকৃত উত্তর করিতে হইলে চন্দ্রিক সম্পাদক মহাশয়কে অবশ্ব অামারদিগের মত আশ্রয় করিতে হইবেক, তথাপি চঞ্জিকা সম্পাদকের অভিসন্ধি ছিল আমারদিগের মিথ্যা কথন সপ্রমাণ করেন অতএব আমরা তাহকে নিমন্ত্ৰণ করিলাম এক দিবস প্রাতঃকালে অনুগ্রহ পূর্বক এইদিগে আসিবেন আমরা তঁহাকে সঙ্গে করিয়া রাজা রাধাকাস্ত বাহাদুরের বাটতে যাইয়৷ পাঠশালায়, এক, দুই, তিন ইত্যাদি ক্রমে বালিকাদিগের সংখ্যা গণনা করিয়া দেখাইয়া দিব এবং