পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থাবলী দেশীয় সাময়িক পত্রের ইতিহাস প্রথম খণ্ড—মূল্য ২২ [ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ পরীক্ষার পাঠ্যরূপে নিৰ্বাচিত । বাংলা সাময়িক পত্রের জন্মকাল ১৮১৮ হইতে ১৮৩৯ সন পৰ্য্যস্ত প্রকাশিত সকল সাময়িক পত্রের বিস্তৃত ইতিহাস ও রচনার নিদর্শন । সার যদুনাথ সরকার ঃ-শ্ৰীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অনেক অতিপ্রাচীন দলিল খুজিয়৷ অক্লাস্ত অধ্যবসায় ও যত্নের ফলে এই দেশীয় ভাষার সংবাদপত্রের ইতিহাস রচনা করিয়াছেন । •• • • • প্রত্যেক পত্রিকার সঠিক তারিখ সহ ইতিহাস, সম্পাদক ও মুদ্রাকরের পরিচয়, লেখার নমুন এবং দশখান। প্রাচীনতম সংবাদপত্রের এক পৃষ্ঠার ব্লকচিত্র দেওয়া হইয়াছে।...এইরূপ চেষ্টা, দারিদ্র্য, শিক্ষিত সমাজের অবহেলা প্রভৃতি কত কত বিস্তু অতিক্রম করিয়া আমাদের দেশের ‘চতুর্থ এষ্টেট’ আজ শিল্প উচ্চ করিয়া দাড়াইয়াছে তাহ জানিতে হইলে, বঙ্গে—তথা নিখিল-ভারতে—উনবিংশ শতাব্দীতে যে অভিনব উন্মেষ হইয়াছে তাহার ইতিহাস লিখিত হইলে, এই ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-সঙ্কলিত ‘সংবাদপত্রে সেকালের কথা (তিন ভাগ ) এবং 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস অমূল্য মৌলিক উপাদান । সেই চারিখানি গ্রন্থের সহিত এই সদ্য প্রকাশিত ‘দেশীয় সাময়িক পত্রের ইতিহাস’কে স্থান দিতে হইবে, কারণ ইহাও অমূল্য – আনন্দ বাজার পত্রিকা, ও চৈত্র ১৩৪২ ৷ ডক্টর শ্ৰীমুশীলকুমার Cof 3-...It maintains the same high standard of skilful and accurate workmanship... Mr. Bandopadhyaya, than whom there is none at the present day possessing a more intimate and detailed knowledge of the subject.-MoDERN REview, April 1936. ভক্টর গ্রন্থনীতিকুমার চট্টোপাধ্যায় —এইরূপ সারল্যের ও সততার সহিত গবেষণা বাঙ্গাল দেশের তথাকথিত সাহিত্যিক ও সাহিত্য-বিষয়ক গবেষকদের মধ্যে বিরল—এক রকম অজ্ঞাত বলিলেঅত্যুক্তি হয় না ...ক্রযুক্ত ব্ৰজেন্দ্রবাবুর অনুসন্ধানের প্রসাদে আমরা এই পূৰ্ব্বকথা—জাতির এই কৃতিত্ব আবার স্মরণপথে আনিতে সমর্থ হইতেছি। এ জন্ত তিনি সমগ্র বাঙ্গালী জাতির ধন্যবাদাৰ্ছ —‘দেশ, ২৯ আগষ্ট ১৯৩৬ । -