পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৫৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গীয় নাট্যশালার ইতিহাস ডক্টর শ্রীসুশীলকুমার দে লিখিত ভূমিকা সম্বলিত। { কলিকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম-এ পরীক্ষার পাঠ্যরূপে নিৰ্ব্বাচিত ] এই গ্রন্থে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ হইতে মুরু করিয়া ১৮৭৬ সন পৰ্য্যস্ত বঙ্গীয় নাট্যশালার ধারাবাহিক ইতিহাস পাওয়া যাইবে। বাংলা নাট্যসাহিত্যের স্বত্রপাত ও প্রতিষ্ঠার কথাও ইহাতে নিপুণভাবে আলোচিত হইয়াছে। সার ষত্বনাথ সরকার বলেন ৪— SSBBBB BBBDD C BBB BBBSuDDD BBBBD DDD DBBBB DBBBS সংকলন করিয়াছেন। র্তাহার সংবাদপত্রে সেকালের কথা’র মত ইহা অমূল্য , কারণ এই তিনখানি আধার একত্র না করিলে বঙ্গে নবজীবনের ( রেনাসাজ-এর ) ইতিহাস জানা সম্ভব নহে । এই গ্রন্থে ব্রিটিশ যুগের নাটক ও নাট্যশালার ধারাবাহিক তারিখ ও প্রমাণ সহিত বিবরণ দেওয়া হইয়াছে । সভ্যতা ও সাহিত্যের ইতিহাস লেখকদের পক্ষে ইহা প্রথম শ্রেণীর উপকরণ, অর্থাৎ কাঠোম।–“ভারতবর্ষ', জ্যৈষ্ঠ ১৩৪১ । ডক্টর ক্রস্থনীতিকুমার চট্টোপাধ্যায় বলেন – বাঙ্গালা সাহিত্য আলোচনার জন্য এতাবৎ যতগুলি গ্রন্থ প্রকাশিত হইয়াছে, আলোচ্য গ্ৰন্থখানি সেগুলির মধ্যে প্রথম শ্রেণীতে স্থান পাইবার ৰোগ্য, এবং এক হিসাবে বাঙ্গালী সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বইখানি অপূৰ্ব্ব ও একক ।...যে পাৰিপাশ্বিক ও ঘটনাবলীর মধ্য দিয়া আধুনিক বাঙ্গাল নাটক তাহার নবীন জন্ম লাভ করিল এবং পুষ্ট ও পরিবদ্ধিত হইল, ব্রজেন্দ্রবাবু তাহার একটি যথার্থ দিগদর্শন আমাদের দিয়াছেন । সমসাময়িক সাহিত্য ও দলিলপত্র হইতে প্রমাণপঞ্জী আহরণ করিয়৷ দেওয়ায় তাহার BBB BB BBB BBBBB BBB BBBBBBB BBBSBBB BD DBBS BD DDBBB ঐতিহাসিক ও সাহিত্যালোচকদের নিকট চিরকাল ধরিয়t source-book অর্থাৎ আকর বা আধার পুস্তক হইয়৷ থাকিৰে । এই হিসাবেই ব্ৰজেন্দ্রবাবুর বইয়ের অপূৰ্ব্বত্ব ও স্বতন্ত্র বৈশিষ্ট্য । বইখানি ঐতিহাসিক প্রমাণের ভাণ্ডার স্বরূপ হইলেও, বিশেষজ্ঞ বা সাহিত্য-সমালোচক ভিন্ন সাধারণ পাঠকগণও ইহাতে যথেষ্ট রস পাইবেন—এমনই চিত্তাকর্ষক করিয়া নিপুণ ইতিহাস-শিল্পী জ্বজেন্দ্রনাথ তাহার প্রমাণগুলি ও তদবলম্বনে তাহার ইতিহাস কথা আমাদের শুনাইয়াছেন । তিনি প্রাচীনদের মুখ হইতেই প্রাচীন কথা শুনাইয়াছেন —প্রাচীনের সারল্য ও সরসতা ইহাতে অক্ষুণ্ণ থাকায় পাঠকালে ষে আনন্দ আস্বাদন করা যায় তাহ নিছকু অধুনাতন ঐতিহাসিকের যুক্তিতর্কময় প্রমাণ-কন্টকিত লেখায় পাওয়া অসম্ভব । বস্তুবিষয় বিজ্ঞাসের কৌশলে ৰইখানি একাধারে ইতিহাস ও সাহিত্য হইয়া দাড়াইয়াছে, এবং এইরূপ পুস্তক প্রত্যেক শিক্ষিত বা শিক্ষিতাভিমানী বাঙ্গালীর আলোচ্য বা পাঠ্য হইবার ৰোগ্য।...বাজাল নাটক ও রঙ্গমঞ্চ বিষয়ে সম্প্রতি যে কতকগুলি ইংরেজী ও বাঙ্গাল পুস্তক ও প্রবন্ধ প্রকাশিত হইয়াছে, সেগুলির বন্ধু কটা-বিচূতি ও ভ্রম-প্রমাদ এই প্রমাণ-ভাণ্ডার প্রকাশিত হওয়ায় জনসাধারণের পক্ষে সংশোধন করি লইবাৰ ৰোগ মিলিল। এই প্রকার পুস্তক প্রকাশ করা বঙ্গীর-সাহিত্য-পরিষদের গল্প প্রতিষ্ঠানের পক্ষে অতি উপযুক্ত কাৰ্য্য হইয়াছে —‘বঙ্গঞ্জ’, শ্রাবণ ১৩৪• । - মূল্য সাধারণের পক্ষে ১৷-, পরিষদের সদস্ত-পক্ষে ১•