পাতা:প্রেমিক গুরু.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন্মুক্তি # ՀԵ (7 S S AAAA S AAAAA AAAA AAAAMiG i AA AMAMAMeAeeeAMA AeeeMAMAMA MSMM به ممسایه بوده و بیماری سیر تسته স্থূলমৰ্ম্ম ব্রহ্মচৰ্য্যসাধন, যোগীগুরু, জ্ঞানীগুরু, তান্ত্রিকগুরু এবং এই প্রেমিকগুরু গ্রন্থে খিবৃতকরতঃ সাধারণের স্কন্ধে চাপাইয়া নিশ্চিস্ত হইলাম । কতদূর তাহার আদেশ পালিত হইয়া কৃতকাৰ্য্য হইয়াছি, তাহা তিনিই বলিতে পারেন । বিষম কাল পড়িয়াছে,-হিন্দু সমাজের উপযুক্ত নেতার অভাব হওয়ায় সমাজে উচ্চ জ্বলতা ও স্বেচ্ছাচারিত বড়ই বাড়িয়া গিয়াছে। লোকসকল উন্মার্গগামী হইয়া পড়িয়াছে। সমাজের অধিকাংশ লোক বিপথগামী ; অথচ সকলেই শাস্ত্রবেত্তা, ধৰ্ম্মবক্তা ও উপদেষ্টা । তাহারা আপন আপন শিক্ষা-দীক্ষানুসারে যাচার যেমন সংস্কার বা ধারণা জন্মিয়াছে, সে সেইরূপে শাস্ত্রব্যাখ্যা করিয়া ধৰ্ম্মশিক্ষা দিতেছে । ইহাতে নিজে ত প্রতারিত হইতেছে, আবার সঙ্গে সঙ্গে পাচজনকেও বিপথগামী করিস্কেছে । কেহ কেহ অবিদ্যাভিমানে উন্মত্ত হইয়া আত্মদর্শী ও সত্যমৰ্ম্মী ঋষিগণের ভ্রম প্রদর্শনপূৰ্ব্বক আপন কৃতিত্ব জাহির করিতেছে। কেহ বা একই শাস্ত্রের কতক প্রক্ষিপ্ত, কতক অতিরঞ্জিত এবং কতক মিথ্যা লক্ষণাক্রান্ত বলিয়া বাদদিয়া আপন মতলবসিদ্ধির উপযোগী অংশ বাছিয়া লইয়া ধৰ্ম্মপ্রচারক সাজিয়াছে। কেহ কেহ পুরাণ-তন্ত্রগুলি বালিকার পুতুলখেলা ভাবিয়া বৈদাস্তিক ব্রহ্মবিৎ হইয়া বসিতেছে। কেহ বা কোন শাস্ত্রকে আধুনিক, কোন শাস্ত্রকে স্বার্থপর ব্রাহ্মণের রচিত বলিয়া মুন্সিয়ানা চা’লে বিজ্ঞতা প্রকাশ করিতেছে। কেহ ব্যাকরণের তাপে পুরাণগুলি গলাইয়া তাহার খাদ বাতির করিয়া দয়াপরবশ সইয়া খাটি অংশ বাহির করিয়া দিতেছে,—সে তাপে ঐতি হাহিক সত্য পর্য্যস্ত উড়িয়া ধাইতেছে । কোন দল বা নিয়ম-সংযম-বিধিনিষেধ কুসংস্কার বলিয়া স্বেচ্ছাচারের প্রশ্রয় দিতেছে। কিন্তু সকলেই ধৰ্ম্মহীন,-বিপথে ঘুরিয়া মরিতেছে। ধৰ্ম্মের লক্ষ্য হারাইয়া বসিয়াছে,অথচ মুখে বড় বড় কথা, দর্শন, উপনিষৎ, যোগ, জ্ঞান ভিন্ন তাহারা ছোট