পাতা:প্রেমিক গুরু.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ll/ © ( ৭ ) ভট্টাচাৰ্য্য এণ্ড সন ৬৫ নং কলেজ ষ্ট্রীট,কলিকতা (br) ঐ ময়মনসিংহ লাইব্রেরী, ময়মনসিংহ (৯) আগুতোষ লাইব্রেরী, চট্টগ্রাম ( ১০ ) বটব্যাল লাইব্রেরী, কুমিল্ল৷ ( ১১ ) মেসাস মান্না এণ্ড কোং, বোরহাট ( ১২ ) গঙ্গাধর বরকটকী, যোরহাট { ১৩ ) সারস্বত লাইব্রেরী, ১৯৫২ কর্ণওয়ালিস্ ষ্ট্রীট, কলিকাত میسر ه আর্য্য-দপণ ( সনাতন ধর্মের মুখপত্র ) আসাম-বঙ্গীয় সারস্বত মঠের তত্ত্বাবধানে তন্ত্য ঋষিবিদ্যালয় হইতে ব্রহ্মচারী ছাত্রবৃন্দ কর্তৃক পরিচালিত ধৰ্ম্ম বিষয়ক মাসিক পত্র । পরিব্রাজক ঐমদাচায্য স্বামী নিগমানন্দ পরমহংসদেবের তত্ত্বাবধানে চতুর্দশ বৎসর ধাবৎ পরিচালিত হইয়া আসিতেছে। ইহাতে হিন্দুধৰ্ম্মের গভীর তত্ত্বসমুহ, সিদ্ধজাবনা, তীর্থস্থানাদির বিবরণ শাস্ত্রসমূহের গৃঢ় ও কুট স্থানের বিশদ ব্যথা, কৰ্ম্ম, জ্ঞান ও ভক্তিভেদে আচার ও সাধনার তারতম্য, যোগ, জপ, তপ, পূজা ও সন্ধ্যাহ্নক প্রভৃতি নিত্য নৈমিত্তিক যাবতীয় অমৃষ্ঠেয় কৰ্ম্মের উদ্দেশু ও যুক্তি, শাস্ত্র সমন্বয় এবং বর্তমানে হিন্দুর কৰ্ত্তব্য প্রভৃতি গভীর গবেষণাপূর্ণ প্রবন্ধরাজি আলোচিত হয়। বার্ষিক মুল্য ২২ টাকা মাত্র। ১০ম বর্ষ পৰ্য্যন্ত অৰ্দ্ধমূল্যে দেওয়া হইতেছে । গ্রাহকগণ সত্বর হউন । প্রাপ্তিস্থান-কাৰ্য্যাধ্যক্ষ—আর্য্যদপণ, পোঃ কোকিলামুখ, যোরহাট (আসাম )