পাতা:ধর্ম্মসাধন.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Jo ধৰ্ম্মার্থগণ এই পুস্তকখানি অবলম্বন করিয়া সাধনের বিশেষ সাহায্য লাভ করিতে সমর্থ হইবেন । ধৰ্ম্ম সাধনের ২য় ভাগ পশ্চাৎ পুস্তকাকারে প্রকাশ করিবার ইচ্ছ{ রহিল । - উপসংহারে কৃতজ্ঞতার সহিত উল্লেখ করা আবশ্বক এই পুস্তকে যে কিছু গভীর চিন্তা ও উন্নত ধৰ্ম্মভাব আছে, তাহ সঙ্গত সভাপতি পরলোকগত মহাত্মা । কেশবচন্দ্র সেন মহাশয়ের হৃদয়ের সামগ্রী এবং তাহারই উ১সাহে এই পুস্তক প্রথম প্রকাশিত হয় । কলিকাতা - নিবেদক । ১২১২। ৮ই মাঘ | শ্রীউমেশচন্দ্র দত্ত ব্রাহ্মাবদ ৫৬ - সংগ্রাহক ও সম্পাদক ।