পাতা:ধর্ম্মসাধন.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 د'; নিরাশা কেবল পাপের পথে মনুষ্য থাকিলে নিরাশার পথ বড় কঠিন। যদি প্রার্থনার ।

উপযুক্ত ঔষধ পাইলে একদিন না এক দিন আরোগ্য হইবে। কিন্তু অবিশ্বাস ও নিরাশায় পড়িয়া অনেকে ঐককালে ধৰ্ম্মে জলাঞ্জলি দেয়। প্রথমতঃ ঈশ্বরের মঙ্গল

হন। তিনি প্রার্থনীকালে মনে করেন যদি ঈশ্বর শুনেন ত শুনিবেন, যদি ফল দেন; হয় তদিবেন। এইরূপ ৫টী যদি এরং হয় তা একত্র হইয় তাহার সর্বনাশ করে। অবিশ্বাস মোহিনী মূৰ্ত্তি ধরিয়া ক্রমে তাহাকে অলিঙ্গন এইটা নিরাশার পথ প্রস্তুত করিয়া দেয় সতর্কতার । স্থায় নিরাশা আসিতে পারে না। যখন সকল প্রহরী দ্রত হয়, তখন ইহ চোরের ন্তায় আস্তে আস্তে আসিয়া রাজ্য অধিকার করে। ব্রাহ্মগণ সাবধান, যেন ঈশ্বo মঙ্গল স্বরূপে অবিশ্বাস না হয়। প্রথম হইতে আশপূর্ণ হৃদয়ে প্রার্থনা কেরির। যখনি একটু সংশয়ের ভাব জাসিরে, সৰ্ব্বাগ্রে যত্ন ও চেষ্টা পূৰ্ব্বক তাহ নিরারণ করবে। ঈশ্বরের দয়ার বিরুদ্ধে যখন কোন কথাবাহির হইতে যাইবে, মুগ্ধ রন্ধ করিয়া থাকিবে। যিনি বলেন, আমার, কি ভ্রাতার বে না, তিনি ঈশ্বরের মঙ্গলস্বরূপ রিস্থত হন, রবার-পথ করেন। কথার মূল্য আমরা