পাতা:ধর্ম্মসাধন.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরের দৃষ্টিতে মহৎ, ক্ষুদ্র সকলেই সমান। যিনি বিশ্বাসী হইয়া ঈশ্বর জড় জগতের ন্যায় আধ্যাত্মিক জগতেও আশ্চৰ্য্য সামঞ্জস্য যে র্তাহাদিগকে সাধন করিতে হয় না, এমত ब्रट्झ् । সৌরজগতের প্রত্যেক গ্রহ আপনাআপনি আবৰ্ত্তন করিতেছে,আবার সাধারণ কেন্দ্র স্বৰ্য্যকেও প্রদক্ষিণ করিতেছে। ভিন্ন ভিন্ন গুলাবের বর্ণ ও গন্ধ ভিন্ন ভিন্ন হইলেও তাহাদের সাধারণ গঠন প্রণালী একরূপ। ঐক্য ও বৈলক্ষণ্য স্থষ্টির নিয়ম দেখিলেই প্রতীত হয়। প্রত্যেক মনুষ্যের জীবনে সাধারণ ও বিশেষ উভয় উদ্বেগুই মধ্যে মনুষ্যের বিশেষ কার্য্যে তাহার দৃষ্টির বিশেষ-আবঙ্গ লোপ করিলে তাহার স্বৰ্য্যত্ব যায় ; যে মনুষ্যের যে বিশেষ কাৰ্য্য তাহা লোপ করিলেও তাহার ব্যক্তিত্ব থাকে না। এইরূপে কাৰ্য্য সাধন করিলে যে জন্য ঈশ্বর কর্তৃক পৃথিবীতে প্রেরিত হইয়াছেন, তাহ সম্পন্ন করিয়া পবিত্র জীবন লাভ করিতে {