পাতা:ধর্ম্মসাধন.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- প্রশ্ন। পাপের মধ্যে শুরু ও লঘু আছে কি না ? ' ' উত্তর। পাপ শ্রেণীবদ্ধ করিয়া এইট গুরু ও এইটী লঘু" এরূপ বলা যায় না। কিন্তু ব্যক্তিবিশেষে অবস্থাবিশেষে পাপবিশেষের গুরুত্ব বা লঘুত্ব অবগুই স্বীকার করিতে হয়। এক । ব্যক্তির পক্ষে দশটা নরহত্য অপেক্ষা পাঁচটা মিথ্যা কথা কহ । অধিক পাপ হইতে পারে। পাপ বাহ কাৰ্য্যের দ্বারা ঠিক প্রকাশ । বাহ কাৰ্য্য দর্শন করিয়া পাপ বিচার করিতে যান, তাহারা পদে পদে ভ্ৰমে পতিত হন। তাহারা কামরিপূদ্বারা সংসারের বিশেষ । অনিষ্ট হইতে না দেখিলে তাহ পাপের মধ্যে গণনা করেন না, মহাপাপ বলিয়া নিন্দ করবেন। কেবল ইহা নহে, তাহারা এক পাপকে আর এক পাপের নামে ঘোষণা করিয়া দেন, কামান্ধ হইয়া যদি কোন ব্যক্তি অপরের প্রাণহত্যা করে, র্তাহারা ক্রোধের শাস্তি স্বরূপ তাহার প্রাণদণ্ড ব্যবস্থা করিবেন। পুলিষের খাতায় তাহার ক্রোধাপরাধ লিপিবদ্ধ রহিল ; কিন্তু । অস্তৃর্যামী ঈশ্বরের বিচারে সে কামাপরাধের শাস্তিভাগী হইবে , আমরা সাধারণ চিকিৎসকদিগের রীতি দেখিতে পাই, কোন ব্যক্তির পীড়া হইলে তাহারা গুটিকত লক্ষণ দেখিয়া চিকিৎসা, - \9 --