পাতা:ধর্ম্মসাধন.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । ৩৭ যদি জীবনের একটি লক্ষ্য বুঝিয়া থাকি, এমন সাধারণ প্রণালী অবলম্বন করিয়া চলিতে হইবে যে, তদ্বারা গম্য প্রথে প্রতিদিন একটু একটু করিয়া অগ্রসর হইতে পারি। পাচ দিন যদি অগ্রসর হইতে না পারি, পশ্চাদগামী হইয় পড়িতে জীবন বৃথা - কাটাইয়া আমরা নিরপরাধী হইতে পারিন । , জন্য সহূপায় নিৰ্দ্ধারণ করিতে পারি, তজ্জন্য ক্ষণমাত্র বিলম্ব অবসর হয় না, কখন বা চিন্তার অনুরোধে কাৰ্য্য করিতে নিরস্ত থাকি, অথবা চিন্তা ও কাৰ্য্য করিতে গিয়া জ্ঞানের প্রতি ঔদাস্য করি। প্রথমে যে অভাব অল্প অল্প বোধ হয়, ক্রমে তাহ চাপিয়া রাখা যায় এবং পরে অভ্যাস দ্বারা গুরুতর অভাবও আমাদিগের নিকট অভাব বলিয়া আর রোধ হয় না। অন্য দিকে সংসারের ব্যস্ততা ও প্রলোভনে অন্ধকার, দেখি । এই জন্যই জ্ঞান, চিন্তা ও কাৰ্য্যে এত অসামঞ্জস্য এবং জীবন স্বাভাবিক সুন্দর নিয়মে না চলিয়া অস্বাভাবিক ও বিকৃত, হইয় পড়ে। প্রতিদিনের জীবন যাহাতে সমস্ত জীবনের একটা Epitome অর্থাৎ ক্ষুদ্র প্রতিকৃতি স্বরূপ হয়, এমন সাধারণ উপায় . অৱধারণ করিতে হইবে। প্রত্যেক দিন সৰ্ব্বাঙ্গ সুন্দর উন্নতি, জীবনের একটা সাধারণ প্রণালী সকল অবস্থাপন্ন ব্রান্ধের 8