পাতা:ধর্ম্মসাধন.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ধৰ্ম্মসাধন । , లిపి - . . . . . جس-سسس-اچ-سسسه - - প্রশ্ন। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার লক্ষণ কি ? . . . . উত্তর। ইহার একটী সহজ সঙ্কেত বলা যাইতে পারে। প্রত্যেকে অন্তরের মধ্যে ঈশ্বরকে জিজ্ঞাসা করুন “আমার বিরুদ্ধে তোমার কিছু বলিবার অাছে কি না?” এই প্রশ্ন · করিলে যাহার প্রতি পিতা প্রসন্নবদন প্রকাশ করিয়া বলেন “Well done, my son !” stā ! cott Ftą efā stā, তিনিই মৃত্যুর জন্য ঠিক প্রস্তুত, অন্যে অগ্রস্তুত। যিনি বলেন কেবল কতকগুলি পাপ করি নাই, তিনি মৃত্যুর জন্য প্রস্তুত নহেন। মৃত্যুর অর্থ যদি পরলোকের অবস্থা হয়, তাহার আর এক নাম ঈশ্বরের সহিত বাস করা। সন্ন্যাসী হইয়া কেবল সংসারাসক্তি পরিত্যাগ করিলে জঙ্গলে যাইবার উপযুক্ত হওয়া যায়, কিন্তু ঈশ্বরের নিকট যাইতে পারা যায় না । এই জন্য র্তাহার বিরুদ্ধে পাপ পোষণ করিয়াযত তাহাকে শক্র করা যায়, ততই আমরা মৃত্যুর জন্য অপ্রস্তুত। পরলোকের দিকে সকলেই চলিতেছে, জনস্রোতের বিরাম নাই। পাপী তাপী, সাধু অসাধু যিনি যে অবস্থায় থাকুন, সেই অবস্থাতেই যাত্রা করিতেছেন। কিন্তু এখান হইতে যাহারা যত সাধু গুণ উপার্জন করিয়া যাইতেছেন, ছেন, তাহারা তত উন্নত ও সৌভাগ্যবান । যিনি পাপের অবস্থায় যান, তাহাকে কিছু দিন পুড়িয়া দণ্ড ভোগ করিতে