পাতা:ধর্ম্মসাধন.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ধন | - ९० ধৰ্ম্মোপদেশ শ্রবণ, সাধুসঙ্গ, দানধৰ্ম্ম সকল কাৰ্যেরই বিয় জন্মাইয়া দেয়। পাপের প্রত্যক্ষ বৃহৎ কাৰ্য্য সকলকেই

  • \

রোগ শরীরের অস্থিমজ্জাগৃত হইলে তাহ যদি ফুটিয়া ঘা হইয়া বাহিরে দেখা দেয়, অদুরদর্শী ব্যক্তি তাহাহইতে পূয রক্ত বাহির হইতে দেখিয়া অনিষ্ট মনে করে, কিন্তু স্বক্ষদর্শী চিকিৎসক তাহা হইতে শরীরের সাধারণ ঘোর অনিষ্ট অবধারণ করেন। এই যে পাপ প্রত্যেকের স্বভাবের মূলে প্রচ্ছন্ন ভাবে স্থিতি করিয়া সমুদায় আত্মাকে বিষাক্ত করিতেছে, ইহা চিরপোষিত । অতি প্রিয় ও মধুর, ইহা পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। ইহা । এতদূর আপনার সঙ্গে মিশ্রিত হইয়া থাকে যে, আপনা হইতে ইহাকে পৃথক করিয়া দেখাও সহজ নহে। অহঙ্কার ব্যক্তি রাগ করা, লোভ করা, মিথ্যা কহ। এ সকলই দূষ্য বলিয়া অনায়াসে ত্যাগ করবে, কিন্তু অহঙ্কার পরিত্যাগের উপদেশ তাহার ভাল 。 - * "・ লাগে না, তাহার আত্মাতে পৌছে না। সে পাপ তাহার পক্ষে কঠিন পাথর হইয়াছে, পাথরে ছুরী মারিলে ছুরই ভোতা হইয়া যায়। আমরা সকলেই এইরূপ অত্যন্ত চিরপেষিত, প্রিয় পাপ পরিত্যাগের জন্য অপ্রস্তুত। বৎসরের পর বৎসর চলিয়া যাইতেছে, অন্ত গুণ বাড়িতেছে, কিন্তু সে পাপের কিছুমাত্র হ্রাস দেখা যায় না। ইহা অতি অল্প পরিমাণে কমিলেও আর পাঁচটি গুণ বৃদ্ধি হওয়া অপেক্ষা