পাতা:ধর্ম্মসাধন.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/و সমাজের মধ্যে মতভেদ উপস্থিত হইয়াছে, কিন্তু এক সময়ে ব্রাহ্মদিগের এবং তাহাদিগের তৎকালীন অগ্রণী মহাত্মা কেশব- । চন্দ্র সেনের এ সকল বিষয়ে কিরূপ মত ছিল, সঙ্গতের এই কাৰ্য্যবিবরণে অবগত হওয়া যায়। অতি উদারভাবে এই সকল বিষয় আলোচিত হইয়াছে, ইহাতে ব্রাহ্মসাধারণের আপত্তির কারণ দেখা যায় না। মতভেদ সত্ত্বে ব্রাহ্মদিগের মধ্যে সদ্ভাব ও মিলন কিরূপ অত্যাবশুক বলিয়া স্থিরীকৃত হয়, তাহ “ধৰ্ম্মবন্ধুদিগের পরস্পর সম্বন্ধ” নামক প্রস্তাবে দৃষ্ট হইবে। পরিশেষে কৃতজ্ঞতার সহিত স্বীকার করা যাইতেছে যে , সঙ্গত সভাপতি ভক্তিভাজন বাবু কেশবচন্দ্র সেন মহাশয়ের গভীর আত্মদৃষ্টি এবং সাধনের বহু দর্শন দ্বারা আলোচিত বিষয় সকলের অধিকাংশ মীমাংসিত হইয়াছে স্বতরাং এগুলি যে সাধারণের নিকট মূল্যবান বস্তু বলিয়া গৃহীত হইবে সন্দেহ নাই। এই পুস্তক দ্বারা একটী আত্মারও যদি ধৰ্ম্মে অনুরাগ ও সাধন বিষয়ে সহায়তা হয়, ইহার প্রচার সার্থক জ্ঞান করিব । কলিকাতা, শ্ৰীউমেশচন্দ্র দত্ত । ১২৯৭ । ৭ই মাঘ * క সঙ্কলক ও সম্পাদক ।