পাতা:ধর্ম্মসাধন.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপাসনা । - を উ। ইহা সাধনসাপেক্ষ। যাহাদের চিন্তু সাধনহীন, त्रैश्वरत्वत्व ऽिछ। একটু করিতে না করিতে তাহদের মনে অন্য চিত্ত আসিয়া পড়ে, মন চঞ্চল হয় । এইরূপ আন্দোলিত মনে ঈশ্বরের প্রতিবিম্ব অধিক ক্ষণ থাকে না । চিত্ত। এরূপ বিষম শক্ৰ যে মনে করিলেই তাড়ান যায় না, একবার তাড়াও,তাহ পুনরায় আর এক বেশ ধরিয়া আসিবে। তাহা মহীরাবণের ম্যায় যেন মায়াবলে অশেষ বেশ ধরিয়t মনকে ছলমা করে। - • প্র। উপাসনার সময় অপর চিত্ত। তাড়াইবার উপায় কি ? : . . 4. . . . , উ। সাধনের প্রথম অবস্থায় এ বিষয়ে অধিক পরিশ্রম ও সতর্কত অবলম্বমপূর্বক চোঁর চিত্ত সকলকে ধরিতে হয়, এবং “হে ঈশ্বর ! এ পবিত্র সময়ে কেন এমন অপকৃষ্ট চিত্ত। জাইসে” বলিয়া সকাতরে মধ্যে মধ্যে প্রার্থনা করিতে হয়। এরূপে বাধা দূর ও ঈশ্বরের সত্তা উজ্জল হয়। - প্র। সভা অনুভব করিবার সহজ উপায় কিছু হইতে পারে কি মা ? - উ। ভিন্ন ভিন্ন সাধক এবিষয়ে ভিন্ন ভিন্ন উপায় বলিতে পারেন। ঈশ্বর চৈতন্যস্বরূপ, এইটা গভীর রূপে চিন্তা করিলে সত্তা অতি আশ্চর্ঘ্য ভাবে উপলব্ধি হয় । ( ১ ) এক সেই চৈতন্যরূপ সত্ত্ব বৃক্ষ লতা, পশু পক্ষী মনুষ্য সকল জগৎ ব্যাপিয়া আছেন। (২) সেই চৈতন্য প্রাণ হইয়। আমার প্রাণের মধ্যে অবস্থিতি করিতেছেন। ইহাতে বাহিরে অন্তরে ঈশ্বরের অনতিক্রমণীয় সত্ত। অনুভব করি। তাহার সহিত