পাতা:ধর্ম্মসাধন.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 ধৰ্ম্মসাধন । । উ। একখানি গাড়ী চলিতে চলিতে থামিলেও যেমন তাহ। পশ্চাৎ দিকে একটু ফিরিয়া আইসে, মন সেইরূপ কার্ঘ্যের স্রোতে ভাসিয়া উপাসনা করিতে গেলে সেই পুর্বের স্রোতেই ফিরিয়া আইসে। যাহারা অধিকাংশ সময় সংসারের কার্ঘ্যে ব্যাপৃত থাকেন, যথেষ্ট সময় দান না করিলে তাহারা স্থির মনে উপাসনা করিতে কখনই সমর্থ হন না। যাহারা সংসারের কার্ঘ্যের মধ্যে ঈশ্বরকে লইয়া থাকিতে পারেন, তাহারা যখনি ইচ্ছা করেন উপাসনার্থ প্রস্তুত থাকেন। সজন ও নিজন উপাসন। প্র । সজন উপাসনা ও নির্জন উপাসনার মধ্যে কোনটী উৎকৃষ্ট ? - کعبیمار - উ। সজন নিজন উভয় উপাসনাই আবশ্বক ও পরস্পরের সাপেক্ষ। সজন উপাসনা কি নিমিত্ত ? না নিজন উপাসন। শিক্ষার নিমিত্ত। আবার সজন উপাসনাকে জীবন্ত করিবার জন্ত নিজন উপাসনা আবশ্যক । নিজনে হৃদয়ের মধ্যে বন্ধুবান্ধবগণকে ঈশ্বরের প্রীতিতে গ্রথিত করিয়া যখন সজন উপাসনার কার্ষ্য করিতে পারি এবং সজনে ঈশ্বরের প্রতি তন্মনা হইয়া যখন নিজন উপাসনা কাৰ্য্য করিতে পারি, তখনি উপাসনার পরিপক্ক অবস্থা বলা যায়। প্র । পাচ জনে একত্র উপাসনায় কি বিশেষ লাভ হয় ? : উ। আপনার মন সকল সময়ে ঠিকৃ অবস্থায় থাকে না, তখন উপাসনা করিতে গেলে শুষ্কতা ও অন্ধকার দেখিয়া নিরাশ হইতে হয়। পাঁচজনে একত্র উপাসনা করিলে এক