পাতা:ধর্ম্মসাধন.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন সঙ্কেত । ミヘ2 - নিযুক্ত থাকি, তাহাহইলে তাহার নিকট কত অপরাধগ্রস্ত হইতে হয়—তিনি আর কখনও আমাদের গৃহে পদার্পণ করেন না । কিন্তু ঈশ্বর যিনি অনন্ত ব্ৰহ্মাণ্ডের একাধিপতি, সকল রাজার রাজা, সকল দেবতার দেবতা, তাহাকে ডাকিয়ণ আনিয়া আমরা কত সময় উপেক্ষা করি ; তাহার প্রতি যথোচিত ভক্তিসম্মান না করিয়া অন্য চিন্তায় মনকে নিয়োজিত করি। ইহাতে আমাদের অপরাধের সীমা কোথায় ? উপাসনার সমুদায় সময় বিশেষ আগ্রহ পূৰ্ব্বক তাহাকে হৃদয়ে ধারণ করিয়া রাখিতৃে হইবে। - - প্র । উপাসনার সময় যেমন ( spirit ) পবিত্র ভাব পাওয়া যায়, কাৰ্য্যের সঙ্গে সঙ্গে কি প্রকারে তাহ রক্ষা করা য়ায় ? سی - * উ। এইটা আমাদের জীবনের অ্যদর্শ এবং সাধনের শেয অবস্থা। আমাদিগকে দেখিতে হইবে ক্রমে কত অধিক ক্ষণ সেই ভাব রক্ষা করিতে পারি। কাজ করতে করিতে যখনি সে ভাবের অভাব বোধ হইবে, তখনি সচেতন হইয়া মনকে ঠিক্‌-করিয়া লইতে হইবে যে সংক্ষিপ্তঃউপায়ের কথা ইতিপূৰ্ব্বে বলা গিয়াছে, তাহ অবলম্বন করিলে কাজের ব্যাঘাত হয় না, অথচ হৃদয় সহজে পরিবর্তিত হইতে পারে। f প্র। কাজের সময় হৃদয়ের ভাব ঠিকৃ আছে, তাহার পরীক্ষা কি ? --- - উ। কাজ সমাপ্ত হইলে হৃদয় যদি পূর্ণ থাকে এবং পবিত্র তৃপ্তি অনুভব হয়, তাহা হইলে জানিতে পারি ঠিকৃ হৃদয়ে কাজ কুরিয়াছি। o