পাতা:ধর্ম্মসাধন.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ང་ལེ།། ধৰ্ম্মসাধন । ন। পারিয়া পলায়ন করেন। সাধকের যে এই প্রকার অবস্থা উপস্থিত হয়, শ্ৰীমদ্ভাগবতে ইহার উদাহরণ স্বরূপ একটি উৎকৃষ্ট আখ্যায়িক বর্ণিত আছে। কথিত আছে,নারদ দাসীপুত্র ছিলেন। তিনি মাতার সহিত একজন ব্রাহ্মণের বাড়ীতে থাকিতেন । চাতুর্মাস্যে কয়েকজন উদাসীন ঐ ব্রাহ্মণ বাটতে অতিথি হন । পঞ্চমবর্ষীয় নারদ তাহাদিগের সেবায় নিযুক্ত হইয়া ঈশ্বরপ্রসঙ্গ শ্রবণে নিতান্ত আসক্তি প্রদর্শন করেন । ইহাতে তাহার তাহাকে মন্ত্র দান করেন। নারদ সেই পর্যন্ত স৷ করেন। তাহার মাতার সর্প দংশনে মৃত্যু হয় । তিনি সেই সময়ে বন্ধনবিযুক্ত হইয়া গৃহ হইতে বহির্গত হন । একটা বৃক্ষতলে বসিয়া যখন হৃদয়ে ঈশ্বরকে ধ্যানু করিতেছিলেন, তখন তিনি ‘আনন্দ সংপ্লবে লীনং আনন্দসাগরে বিলীন হই লেন, ঈশ্বর সহবাসের অপূর্ব আস্বাদ লাভ করিলেন। কিন্তু অত্যন্ত্রক্ষণ মধ্যেই এ ভাব অন্তর্হিভ হইল, তিনি ব্যাকুল । হইলেন । এই সময়ে অশরীরী বাক্ (হৃদয়ে ঈশ্বরের প্রত্যাদেশ ) তাহাকে বলিয়া দিল, “তোমাকে বিমুক্ত করিবার জন্য আমি একবার সাক্ষাৎ দর্শন দিলাম, ইহার পর কঠোর সাধনাতে তুমি আমার সাক্ষাৎ লাভ করিবে।” ইহার পর নারদ বহু কঠোর সাধন করিয়া দশদিক্‌ শূন্ত দর্শন করিয়া বহুকাল পরিভ্রমণ কবেন, এবং নুতন জীবন লাভ করিয়া পশ্চাৎ ঈশ্বর লাভে পূৰ্ণকাম হন । এই সিদ্ধ অবস্থা লাভে যখনি অভিলাষ করেন, তখনি ঈশ্বরকে দেখিতে পান ! ‘আহুতইব মে শীঘ্ৰং দশনং মাতি চেতলি । সকল কালের সাধকেরই ইটি জীবনের পরীক্ষিত কথা। প্রসিদ্ধ দর্শনবিং কুঞ্জিনও উল্লেখ । ज f ধ ন ভ র স্তু