পাতা:ধর্ম্মসাধন.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাধীনতা ও প্রেম। ৩৫ করে, রল মন্ত্র প্রয়োগ করিয়া নয়, তাহাদিগকে আমরা প্রীত্ত্বি করি। প্রীতি আপনাকে আপনি উৎপন্ন করে, অন্যের প্রীতিকে উদ্দীপন করে এবং প্রিয় ব্যক্তিকে আকর্ষণ করিয়া লয়। পবিত্রত শ্রদ্ধাকে আকর্ষণ করে । ঈশ্বর পিত৷ বলিয়। যেমন আমাদিগের প্রিয়, পবিত্র স্বরূপ বলিয়। সেইরূপ শ্রদ্ধেয় । র্যাহাতে সত্য ধৰ্ম্ম পুণ্য আছে, তাহাকে স্মরণ কৰিলে স্বভাবতঃ শ্রদ্ধার উদ্রেক হয়। ভালবাসার সঙ্গে পবিত্রতার যোগ থাকিলে শ্রদ্ধা হয়, নতুব। তাহ সংসারের প্রীতি । শ্রদ্ধার সঙ্গে শ্রেষ্ঠতা ও উচ্চতার ভাব । পিতাকে আমাদের অপেক্ষা শ্ৰেষ্ঠ বলিয়া শ্রদ্ধা করি । ঈশ্বর সকল অপেক্ষা শ্রেষ্ঠ, এইজন্য তিনি সৰ্ব্বাপেক্ষ শ্রদ্ধেয় । ভক্তি প্রীতি ও শ্রদ্ধার মিলিত ভাব। প্রীতি মিষ্ট, শ্রদ্ধা পবিত্র ; ভক্তি যেমন মিষ্ট তেমনি পবিত্র । ঈশ্বর এক সময়েই পিতা ও পুণ্যের আবহ, তিনি এক সময়েই আমাদিগের হৃদয়ে দুইভাব উদ্দীপন করেন, আমরা তাহাকে প্রীতি ও শ্রদ্ধা এক সঙ্গে দান করি। শ্রদ্ধা শুক হইতে পারে, প্রীতি অপবিত্র হইতে পারে, কিন্তু ভক্তি চিরসরসও চিরপবিত্র। ভক্তিরসে র্যাহার হৃদয় অভিষিক্ত, প্রীতি ও শ্রদ্ধা দিয়া তিনি আপনাকে ঈশ্বরের চরণে গ্রথিত করিয়াছেন । প্র । প্রেম সাধনের উপায় কি ? উ ঈশ্বর প্রেমের সাগর, তার সঙ্গে যোগ হওয়া চাই । যে বস্তু দেখি, তাহার অনুরূপ ভাব মনে হয় ইহা স্বাভাবিক নিয়ম । যাহা দেখিয়া ভয় কি ভালবাসা হয়, বার বার তাহা দেখিলে সেই সেই ভাব দৃঢ় হইতে থাকে। সাধনের অর্থ বস্তু