পাতা:ধর্ম্মসাধন.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ヘごbe ধৰ্ম্মসাধন । কৃতাৰ্থ হয়—প্রার্থনা মধুর হয়। ঈশ্বর আমার কাছে আছেন এই মাত্র জানা প্রত্যক্ষ দর্শনের প্রথম সঞ্চার। অামার কথা তিনি শুনেন এবং গ্রহণ করেন ইহা ভবিষ্যৎ উজ্জ্বল দর্শনের সূত্রপাত ; এরূপ অবস্থায় প্রার্থনা আরম্ভ হয়। বিশ্বাসপূর্ণ প্রার্থনায় ঈশ্বর নিকট হন, এবং তিনি নিকট হইলে প্রার্থনা ভাল হয়, এই উভয়ের পরস্পর অাকর্ষণে দর্শনের উজ্জ্বলতা ও প্রার্থনার মধুরতা বৃদ্ধি হয়। তিনি বলিয়া প্রার্থনা করিয়া আমরা সন্তুষ্ট হইতে পারি না, বরং তুমি আমাকে দর্শন দেও। বলা ভাল । উদেশে প্রার্থনা কেহ যেন অধিক দিন থাকিতে না দেন । ‘তুমি’ কথাতে প্রত্যক্ষের মূল বন্ধন করা হয় । ক্রমশ প্রার্থনা স্থলভ হয়। র্যাহার। তিনি বলিয়া প্রার্থনা করেন, তাহাদিগের প্রার্থনা প্রার্থনাই নহে, তাহারা প্রার্থনার ফল লাভ করিতেও পারেন না । প্র । আমরা ঈশ্বরের পুত্র, তিনি আমাদের সকল অভাব মোচন করিবেন তবে প্রার্থনার আবশ্যকতা কি ? উ। ঈশ্বর সর্বজ্ঞ হইয়া আমাদের সকল অভfব দেখেন ইহ সত্য, তথাপি প্রার্থনার প্রয়োজন আছে । প্রার্থনার অর্থ অভাব জানান নহে, তাহ হইলে অন্তর্যামীকে পরিহাস করা হয়। ইহার অর্থ প্রার্থী ভাব লাভ কর। প্রার্থী ন৷ হইলে কেহ স্বর্গের বস্তু বুঝিতে বা চিনিতে পারে না-লাভ কিরূপে করিবে ? বস্তুতঃ ন চাহিলে ঈশ্বরকে পাওয়া যায় । না, ভৌতিক নিয়মের ন্যায় পরিত্রাণের এই নিয়ম অখণ্ড । সামান্যত প্রার্থনার অর্থ ঈশ্বরের কাছে যাইবার উপযুক্ত ১gয়।--অভাব বোধ করিয়া ঈশ্বরের নিকট বিনীত ও ব্যাকুল