পাতা:ধর্ম্মসাধন.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৮ ধৰ্ম্মসাধন । আহার না করা, অথবা কোন সুখভোগ ত্যাগ করা । এ সকল যদিও বাহ্যিক প্রায়শ্চিন্ত, কিন্তু যিনি আপনার প্রকৃতি ও প্রবৃত্তি বুঝিয়া এই প্রকার উপায় গ্রহণ করিতে পারেন, র্তাহার সমূহ উপকার হইতে পারে। প্র। স্মরণ পুস্তকে পাপের দাগ দিলেই কি উপকার হইবে, মনে রাখিলেইত হয় ? + উ। প্রত্যেকের ২১টা পাপ খুব প্রবল, তাহারই প্রতি তাহার দৃষ্টি থাকে, অন্ত পাপ সামান্ত জ্ঞানে অগ্রাহ করা হয় । যার কাম ক্রোধ বেশী, মিথ্যা কথাকে দোষ বলিয়৷ তত দেখেন না । কেবল চিন্তায় আত্মপরীক্ষা করিতে গেলে আপাততঃ ২৪ সপ্তাহ চলিতে পারে, কিন্তু পরে ঠিক থাকিবে না। দাগ দিবার নিয়ম করিলে বিশেষরূপে আত্মপরীক্ষা হয় এবং সকল পাপ ধরা পড়ে। কিন্তু দাগ দেওয়ার আসল অর্থ কাগজে দেওয়া নয়, মনে দেওয়া। ইহার মধ্যে আর একটা স্থল্ম কথা মনে রাখা উচিত। কাগজ, কলম, কালী এই তিন পৃথিবীর জিনিস লইয়া যে দাগ দিলাম, তাহ পার্থিব, তাহার কোন বিশেষ ক্ষমতা নাই । কিন্তু সেইটীকে যদি প্রতিজনের প্রতি ঈশ্বরের আদেশ বলিয়া আমরা গ্রহণ করিতে পারি, তাহা স্বৰ্গীয় ভাব হইল, তদ্বারা নিশ্চয়ই বাচিয়া যাইব । ঈশ্বর হাতে যদি একটা-ঘাস দেন, তাহ ধরিয়াই রক্ষা পাইতে পারি, ঈশ্বরকে ছাড়িয়া দিলে ঘাস ঘাসই থাকে, তাহ পরিত্ৰাণের উপায় হইতে পারে না । প্র । অন্ত লোকের অন্তায় ব্যবহারই আমাদিগের রাগের কারণ কি না ?