পাতা:ধর্ম্মসাধন.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ ধৰ্ম্মসাধন। অবস্থিতি করিতেছে, তাহার অনুগত হইয়া কাৰ্য্য করা উচিত। অনেকে বিবেককে মানেন বটে, কিন্তু তাহা ঈশ্বরের আদেশ বলিয়া স্মরণ করেন না। তাহারা বিবেককে অন্যান্ত প্রবৃত্তির হ্যায় নিজের মনের একটা ভাব বা বৃত্তি মনে করেন। এই জন্ত র্তাহার কৰ্ত্তব্যে ও ঈশ্বরের আদেশে প্রভেদ করেন । র্তাহারা আফিসে যাওয়া কৰ্ত্তব্য বোধ করেন, কেন ন! টাকা উপার্জন করিয়া পরিবার প্রতিপালন করিবেন। কিন্তু তাহা ঈশ্বরের । আদেশ মনে করিতে পারেন না। র্যাহারা যাহা কৰ্ত্তব্য তাহাই ঈশ্বরের আদেশ’ জানেন, তাহারা অফিসে গিয়া তাহারই কাৰ্য্য । করেন, সৰ্ব্বতোভাবে মিথ্যা, প্রলোভন ও পাপ হইতে দূরে। থাকিতে পারেন । বিবেক আমাদের মধ্যে থাকে, অথচ আমাদের অতীত—স্বৰ্গীয়। আত্মার কর্ণে আদেশ শুনাইবার জন্য ইহাকে ঈশ্বরের মুখ বলা যায়। বিবেক ও ঈশ্বরের আদেশের যে বিচ্ছিন্ন ভাব আমরা কল্পনা করি, তাহা দূর করা কৰ্ত্তব্য। ইহা করিতে হইলে প্রথমে উপাসনা মন্দিরে যাওয়া, ধৰ্ম্মানুষ্ঠান করা প্রভৃতি যে সকল স্পষ্ট ঈশ্বরের কাজ বোধ হয়, সেই গুলিকে ঈশ্বরের আদেশ বলিয়া নিশ্চয় বিশ্বাস করিতে হয়, সেই বিশ্বাস উজ্জল হইয়া ক্রমে ক্রমে জীবনের ক্ষুদ্র কার্য্য সকলকেও আলোকিত করিবে । প্র। বিবেক সাধনের উপায় কি ? . উ। বিবেক সাধনের দুইটী উপায় ঃ– ১ম। বিবেক যাহা কৰ্ত্তব্য বলিয়া দিবে, তাহা ঈশ্বরের মুখের কথা বলিয়া বিশ্বাস করা । - ২য় । যে আদেশ শুনিব তাহ তৎক্ষণtৎ কাৰ্য্যে পরিণত -