পাতা:ধর্ম্মসাধন.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবেক ও আদেশ । ૭ বার যিনি আদেশ লঙ্ঘন করেন, তাহার নিকট আদেশ আসা বন্দ হয় । প্র । আমার প্রতি যদি ঈশ্বরের আদেশ হয় ‘অফিসের কৰ্ম্ম ছাড়’; ছাড়িয়া কি করিব, তখন তিনি বলিবেন কি না ? : উ। যখনকার যে আদেশ তখনকার পক্ষে তাহাই যথেষ্ট । আদেশের স্বভাব এইরূপ যে তাহার প্রথমটা প্রতিপালন না করিলে দ্বিতীয়টা আইসে না । যাহার প্রতি কৰ্ম্ম ছাড়িবার আদেশ হয়, তিনি আগে তাহা ছাড়ন, পরে যাহা করিবার ঈশ্বর তাহ বলিয়া দিবেন। । - প্র। র্যাহারা আদেশ শুনেন নাই, তাহারা কি প্রকারে তাহা শুনিতে পাইতে পারেন ? - উ। আদেশ শ্রবণ করিতে হইলে আপনার জীবনের বিশেষ অভাব অনুভব করিয়া ঈশ্বরের উপর নির্ভর করিতে হয় এবং ব্যাকুলহৃদয়ে প্রার্থনা করিতে হয় । জীবনের কৰ্ত্তব্য কিছুতেই স্থির করিতে পারি না, ঈশ্বরের আদেশ না পাইলে চলে না, এইভাবে যদি তাহার নিকট হত্যা দিয়া পড়িয়া থাকা যায়, সরল প্রার্থীর নিকট ঈশ্বরের আদেশ সুস্পষ্ট ও উচ্চৈঃস্বরে আগত হয় এবং তাহার সকল সংশয় দূর করিয়া দেয় । • * প্র.। ঈশ্বরের আদেশে জীবনের সকল কাৰ্য্য কিরূপে সম্পন্ন করা যায় ? উ । আদেশ শ্রবণ ও পালন করিয়া যত তাহার সহিত পরিচিত হওয়া যায়, ততই তাহ নিঃশ্বাস প্রশ্বাসের ন্তায় সহজ । হয় | তখন বিশ্বাস দ্বারা আত্মার সহিত পরমাত্মার সাক্ষাৎ