পাতা:ধর্ম্মসাধন.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"8 ধৰ্ম্মসাধন। হয় এবং জীবন তাহার সম্পূর্ণ অনুগত হইয়া আপনার কার্য্য সাধন করিতে থাকে। a প্র । ব্রাহ্মদিগের অনেকের এত মত পরিবর্ত হইতে দেখা যায় কেন ? : . . . . উ । অন্তান্ত ধৰ্ম্মালম্বীদের ন্যায় ব্রাহ্মদের নির্দিষ্ট পুস্তক; উপদেষ্ট বা কোন বাহ অবলম্বন নাই । বিবেক বা ঈশ্বরের আদেশ তাহাদিগের একমাত্র নেতা ও অভ্রান্ত শাস্ত্র। র্যাহারা সেই আদেশ অস্বীকার করেন, তাহারা আর কিসের উপর স্থির হইয়া দাড়াইবেন ? তাহদের ব্রাহ্মধৰ্ম্ম কখন মিলের জাতীয় পিষিয়া (utilitarian) উপকারবাদী হয়, কখন নাস্তিকদের গ্রন্থ পড়িয়া ঈশ্বরকে অস্বীকার করে। তাহাদের জীবন আজি এক প্রকার, কল্য আর এক প্রকার। যাহারা প্রকৃত ব্রাহ্ম হইয়া থাকিতে চান, তাহারা ঈশ্বরের আদেশ শ্রবণ জন্য সাধন করিবেন এবং তাহারই উপর জীবনকে প্রতিষ্ঠিত করিবেন । , মহাপুরুষ । , প্র । যখন পৃথিবী ঘোর অন্ধকারাচ্ছন্ন হয়, তখন ঈশ্বর কি এক এক জন (Great man) মহাপুরুষ পাঠান ? উ। এ বিষয়ে সকল ব্রাহ্মের এক মত নহে। আমরা বলি (Great man) মহাপুরুষ, মহৎ লোক যে নামে বল, ঈশ্বর বিশেষ প্রয়োজন সিদ্ধির জন্য এইরূপ এক এক মনুষ্যকে প্রেরণ করেন । ইতিহাসে তাহার এক একটী অক্ষয় চিহ্ন রাখিয়া স্নান, সাধারণ লোক তাহ ধরিয়া চলে। " -