পাতা:ধর্ম্মসাধন.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । نواb পারে। কিন্তু (Phrenology) মস্তক পরীক্ষা বিদ্যার যেরূপ অসম্ভব উক্তি অর্থাৎ মাথার ফুলা দেখিয়া এক ব্যক্তি ঈশ্বরভক্ত, প্রচারক, মিথ্যাবাদী, চোর, কি হত্যাকারী হইবে বলিয়া দিবে, - তাহাতে কখনই বিশ্বাস করা যায় না । মনের অনেক প্রক্রিয়া অতি গৃঢ়, শরীরে প্রকাশ পায় না, এবং স্বাধীন ইচ্ছাতে সকল দোষ সংশোধন করা যায়, তবে মস্তকের ফুল ধরিয়া কিরূপে গুণাগুণ এককালে সিদ্ধান্ত করা যায় ? - প্র । ঈশ্বরের দয়া সকলের প্রতি সমান, অথচ মহাপুরুষ । দিগের মহত্ব “হৃদয় সন্তু ত, স্বাভাবিক ও ঈশ্বর প্রদত্ত” এ উক্ত য়ের সামঞ্জস্য কি রূপে হইবে ? উ । ঈশ্বরের দয়া সকলের প্রতি সমান। সামান্ত লোকদিগকে তিনি যেমন সামান্ত ক্ষমতা দিয়াছেন, তেমনি তাহদের নিকট অল্প কাৰ্য্য পাইলেই সন্তুষ্ট হইয়া পুরস্কার করেন। যাহাকে অধিক দেন, তাহার, নিকট অধিক চান। মহাপুরুষদের যেমন কোন কোন বিষয়ে ক্ষমতা অধিক, জ্ঞানের উজ্জলতা অধিক, জীবনের উদ্বেগু সাধনে অধ্যবসায় অধিক, তেমনি তাহাদের কাৰ্য্যের গুরুত্ব অধিক, পরীক্ষা ও প্রলোভন অধিক, । জীবনের ব্ৰত অত্যন্ত কঠিন। তাহীদের ক্ষমতা অধিক অথচ কাৰ্য্যভার অধিক না হইলে ঈশ্বরের পক্ষপাতিত হইভ । প্র । মহাপুরুষদের সুখের পরিমাণ অধিক কি না ? উ। সাংসারিক চক্ষে দেখিলে এবং অন্তান্ত লোকের সহিত তুলনা করিলে তাহাদিগের জীবন কেবল দুর্ভাগ্যপূর্ণই বোধ হয় । ঈশ্বর তাহাদিগকে যে গুরুভার দিয়াছেন, তাহাতে সৰ্ব্বক্ষণ ব্যস্ত থাকিতে হয়, পদে পদে স্বার্থ হানি ও ভোগ ত্যাগ