পাতা:ধর্ম্মসাধন.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাপুরুষ । bుసి স্বীকার করিতে হয়, সহস্ৰ শত্রুর সহিত সংগ্রাম করিতে হয় এবং আবশুক হইলে অকাতরে প্রাণ পৰ্য্যন্ত পরিত্যাগ করিতে হয়। সামান্ত ব্যক্তি র্তাহীদের ন্যায় দুর্ভাগ্য ক্ষণকালও সহ করিতে পারে না । কিন্তু ঈশ্বরের আদেশ মস্তকে বহন করিয়া র্তাহার। অন্তরে এত শান্তি পান, যে সদত শান্ত ও প্রফুল্লচিত্ত থাকেন । , প্র । ঈশ্বরের দয়া সমান্ত লোকদের প্রতি যে প্রকার, . মহাপুরুষদের প্রতি কি সে প্রকার নয় ? & डे । ঈশ্বরের দয়া এক, তাহার প্রকার ভিন্ন ভিন্ন । বিচিত্ৰত জগতের নিয়ম, কিন্তু তাহাতে দয়ার তারতম্য ॐ प्ले नt ! একই আলো পাচ রকম রঙের কাচের ভিতর দিয়া দেখিলে পাচ প্রকার বোধ হয়। ঈশ্বরের দয়ায় কেহ ভাল খায়, কেহ জ্ঞানী হয়, কেহ উপাসনা করে, কিন্তু কোন প্রকার দয়ার যে গুরুত্ব অধিক তাহা নিরূপণ করা স্থবিজ্ঞ পণ্ডিতের ও সাধ্য নহে । যথার্থ দয়া অন্তরে প্রবেশ করিয়া আত্মার উপকার করে, কে তাহ নির্ণয় করিবে ? বাহিরে যে খুব দুঃখী সে হয়ত খুব সুখী এবং যাহাকে সুখী বলা যায়, তার চেয়ে হয়ত দুঃখী জগতে নাই । সাধারণের প্রতি ঈশ্বরের যে প্রকার দয়া, মহা- - পুরুষদের প্রতি সে প্রকার না হইলেও দয়া সমান বলিতে হইবে । - প্র। মহাপুরুষ কি সকল বিষয়ে সমান উন্নত হইতে পারেন ? - - উ । তাহ অসম্ভব এবং উন্নতির প্রবন্ধক। সকল বিযয়ের সামঞ্জস্ত থাকিলে সাধনের জাগ্রৎ अवश इब्र न', নিশ্চেষ্ট