পাতা:ধর্ম্মসাধন.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৬ ধৰ্ম্মসাধন ~ ইহঁলোকে পাপের সম্পূর্ণ শাসন হয় না এবং পুণ্যেরও পুরস্কার যথেষ্ট হয় না। অন্তের বিষয়ে আমরা সম্পূর্ণ বুঝিতে না পারি, কিয়ৎ পরিমাণে অবশু পারি, কিন্তু তাহাতে প্রমাণের অভাব দেখি । * .* . . . প্র । আমরা পূৰ্ব্বজন্মের পাপের জন্ত ইহ জন্মে দুঃখ ভোগ । করি ইহা স্বীকার করা যায় কি ন ? - উ । বিবেককে ভিত্তিভূমি করিলে তাহ হইতে সকল সত্য । বাহির হয়। ঈশ্বর ন্যায়বান, তিনি সকল বিষয়ের সুচারু স্বক্ষ বিচার করিবেন। একজনের দণ্ড অপরকে দিলে সকলে চীৎকার করিয়া তাহার কার্য্যকে অন্যায় বলিবে । দণ্ড কি ? ন৷ ( Censcious punishment for conscious sin ) Gēt=TF5 পাপের জন্য জ্ঞাতসার দণ্ড । আমি ইহজন্মে কাণ কি কুঁজে হইয়াছি, ইহাকে আমার পূর্ব জন্মের পাপের ফল বলিলে জানিতে হইবে, আমি কে ছিলাম, কি পাপ করাতে এই দণ্ড পাইলাম । যদি জানিতে পারি যে আমি পূৰ্ব্বজন্মে অমুক পাপ করিয়াছিলাম সেই আমি ইহ জন্মে এই শাস্তি পাইতেছি, তাহt হইলে পূৰ্ব্বজন্মের ফলাফল মানা যায়। কিন্তু প্রথমতঃ, কেহ বলিতে পারে ইহা খুন করিবার ফল, কেহ বলিতে পারে মিথ্যা কথার ফল ; কোনও কথা বিশ্বাস করিবার কিছুমাত্র যুক্তি নাই, অনুমানই স্বৰ্ব্বস্ব । দ্বিতীয়তঃ যদিই অকুমান মানিয়া লওয়৷ যায়, আমার পূৰ্ব্বজন্ম ও পরজন্মে কোন যোগ দেখা যায় না " । যে আমি এই রোগ ভোগ করিতেছি, সেই আমি কি এই রোগের কারণ স্বরূপ এই প্রকার পাপ করিয়াছিলাম ? মনকে জিজ্ঞাসা করিলে স্মৃতি প্রজ্ঞ। বুদ্ধি বিবেক, cক হুই ইহার উত্তর ”