পাতা:ধর্ম্মসাধন.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৮ ধৰ্ম্মসাধন । ভোগের কারণ যদি পূৰ্ব্ব জন্মের পাপ পুণ্য অনুমান করা যায়; গ্রহের সুদৃষ্টি কুদৃষ্টি অথবা অন্ত কোন কারণও অনুমান করা । যাইতে পারে । ... - প্র । সংসারের সুখ দুঃখকে পুণ্য পাপের ফলাফল কেন বলা যায় न ? উ। যাহাতে ঈশ্বরের পথে যাইতে আমাদিগকে সহায়তা করে, তাহাই সৌভাগ্য এবং ধৰ্ম্মের পুরস্কার বলা যায়, তদ্বিপরী- , তই দুর্ভাগ্য। কিন্তু সাংসারিক মুখে অনেক সময়ই মনুষ্যকে ঈশ্বর হইতে বিচ্ছিন্ন করিয়া পাপে মগ্ন করে এবং সংসারের দুঃখ অনেক সময় ধৰ্ম্মপথের অনুকুল হয়। এ সংসারে মুখ অপেক্ষা দুঃখই বরং আমাদিগের প্রকৃত কল্যাণকারী বন্ধু, তবে তাহ। কি প্রকারে পাপের ফল বলা যায় ? প্র । ঈশ্বর ভৌতিক, শারীরিক ও মানসিক যে সকল নিয়ম সংস্থাপন করিয়াছেন, তাহা লঙ্ঘন করা পাপ কি না ? উ। ধৰ্ম্মরাজ্যের নিয়ম লজয়নই পাপ । ভৌতিক শারীরিকাদি নিয়ম আমাদিগকে প্রতিপালন করিতে হইবে বটে, কিন্তু ধৰ্ম্মরাজ্যের নিয়মের বশবৰ্ত্তী হইয়া সময় সময় উহাদিগকে লঙ্ঘন করিতে হয়, তখন তাহ পাপ না হইয়। বরং পুণ্য হয়। - সংক্রামক রোগাক্রান্ত লোকের সেবা শুশ্ৰুষা করিতে গিয়া যদি পীড়া হইল, সত্য প্রচার করিতে গিয়া লোকের অত্যাচারে যদি প্রাণ বলিদান দিতে হইল, এ সকল মহৎ পুণ্য সন্দেহ নাই। । গ্র। পরলোকে আত্মীয়দিগের সহিত কি আমাদের দেখা कुझे८द ? উ। এ বিষয়ে অধিক অনুমান কিছু নয়। অনেকে