পাতা:ধর্ম্মসাধন.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরলোক সাধন ও প্রেততত্ত্ব। ১০৫ উ । পরলোক সাধন সম্পূর্ণরূপে আধ্যাত্মিক। পরলোকে ভৌতিক সাধন অসম্ভব ; যেহেতু শরীর পরলোকে যায় না, কেবল আত্মারই লোকান্তর হয় । , প্র । , পরলোকের বিষয়ে অপরের কথায় বিশ্বাস করা যায় কি न। ?; . . . , - - - উ। ঈশ্বর-জ্ঞান যেমন, পরলোক জ্ঞান তেমনি স্বতঃসিদ্ধ। পরলোকের তত্ত্ব নিজ নিজ অন্তরে উপলব্ধ হয়। ঈশ্বর স্বয়ং মনুষ্যের অন্তরে ঐ জ্ঞান প্রেরণ করেন, তিনি অন্তরে ঐ জ্ঞান না দিলে আমরা পাইতে পারি না। যদি অস্তরে সায় এবং প্রমাণ পাওয়া না যায়, এবিষয়ে অপরের প্রমুখাৎ কোন কথা গ্রাহ হইতে পারে না। প্র। ( Spirit) আত্মা আসিয়া যদি দেখা দেয় বা কথা কয়, তবে বিশ্বাস হয় কি না ? : $ AAA S S উ। কোন আত্মার সঙ্গে আমাদের আত্মার দর্শন বা শ্রবণ যোগ অবশুই আধ্যাত্মিক হইবে, ভৌতিক হইতে পারে না । সুতরাং শরীরযুক্ত স্পিরিটের দর্শন বা কথা শ্রবণ কেবল উপহ্যাসের ব্যাপার । - স্পিরিটদিগের মধ্যে আবার পুণ্যাত্মা ও পাপাত্মা আছে। স্পিরিটবাদীরা বলেন পুণ্যাত্মার। যেমন যথার্থ বলেন, পাপজ্বারা সেইরূপ মিথ্যা কহিয়া লোককে প্রতারণা করে এবং তাহারা ঠিক্‌ পুণ্যাত্মার বেশও ধরিতে পারে। আমরা কি প্রকারে এ দুয়ের প্রভেদ করিব ? বস্তুতঃ ঈশ্বরের স্পিরিট ভিন্ন অন্ত স্পিরিটের কথা আমরা অবলম্বন করিতে পারি না । • *