পাতা:ধর্ম্মসাধন.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিরাশা ও পতন । , SSY উ। ১—ঈশ্বরের করুণায় কত মহাপাপী উদ্ধার इड्रेबां८छ्, আমিও উদ্ধার হইব এই বিশ্বাস । ২—প্রতিদিনের উপাসনায় বিশ্বাস ভক্তি নির্ভরের অধিক সম্বল করা। - ৩—উপাসনা ও জীবনে এক করিবার জন্য সাধন । ৪—যার ধৰ্ম্মপথে যেটী বিশেষ শত্রু; সেইটীর প্রতি র্তার বিশেষ দৃষ্টি রাখা এবং তাহাকে দমন করা। প্র । ধৰ্ম্মপথের বিশেষ শক্র কিরূপ? উ। কাম ক্রোধ হিংসা সংসারাসক্তি প্রভৃতি এক একটী পশুভাব এক এক জনের ধৰ্ম্মপথের বিশেষ প্রতিবন্ধক । কাহার । জীবনের পতন দেখিলে জানা যায় যে ৫০ বারের মধ্যে ৪০ বার এক গৰ্ত্তেই পতন হইয়াছে অর্থাৎ এক প্রবল কুপ্রবৃত্তিই বার। বার তাহাকে ধৰ্ম্মপথ হইতে ভ্ৰষ্ট করিয়াছে। প্র ব্ৰাহ্মসমাজের সাধারণ পতন হইলে কিরূপ সাধন আবশু্যক ? . ു. উ। ইহাতে পূৰ্ব্বোক্ত প্রণালী সকল অনুসারে প্রত্যেকের নির্জন সাধন চাই এবং সকলে একত্র হইয়। কোন নূতন প্রণালীতে বিশেষ উপাসনা করা আবশু্যক । প্র। শুষ্কত হয় কেন ? : উ। শুষ্কতা প্রেমের অভাব। ঈশ্বর প্রেমের আধার, তার কাছে যত থাকা যায়, মন তত রসাল হয় i নদীতীরস্থ বৃক্ষ কখন রসহীন হয় না। আরও আমরা দেখি যে দিন বিনয়ী হই, মন সরস থাকে। অহঙ্কার হইলেই হৃদয় শুষ্ক ও কঠোর