পাতা:ধর্ম্মসাধন.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ ধৰ্ম্মসাধন । স্পরের দ্বারা উপকৃত হইব । আমার নিজের যাহা অাছে । তাহাতে আমার সম্পূর্ণ উন্নতি হয় না। বোধকর আমাদিগের অন্নের প্রয়োজন, আর কাহার কাছে হাড়ী, কাহার কাছে কাঠ, কাহার কাছে চাউল রহিয়াছে। এখন সকলের সকল সংস্থান একত্র না করিলে অন্নাভাবে সকলকেই কষ্ট পাইতে হয়। ধৰ্ম্মরাজ্যে পরস্পরে পরস্পরের গুণগ্রহণ করিলে সকলেরই পরিত্রাণের সম্বল হয় না, করিলে প্রত্যেকে কেবল আপনার বলে কিছুই করিতে পারেন না। - প্র। আমরা পরস্পরের সাহায্য গ্রহণ করিতে পারি না কেন ? : - উ। আমরা আপনার দোষে কষ্ট পাই । বোধ কর এক ব্যক্তির অন্নের প্রয়োজন এবং তাহার বাটীর এক ঘরে হাড়ি, এক ঘরে চাউল, এক ঘরে কাঠ সকলই রহিয়াছে, কিন্তু সে প্রত্যেক ঘরের দরজায় কুলুপ আঁটিয়া কোথায় কাঠ, কোথায় হাড়ি, কোথায় চাউল রলিয়া হাহাকার করিতেছে। এরূপ ব্যক্তির হাহাকার কখনই ঘুচে না । আমাদের দশাও সেইরূপ । ঈশ্বর তাহার বৃহৎ গৃহে আমাদের ভাই ভগ্নীগণের মধ্যে কাহাকে দয়ার, কাহাকে জ্ঞানের, কাহাকে পবিত্রভার, কাহাকে স্বৰ্গীয় উৎসাহের ভাণ্ডার করিয়া রাখিয়াছেন, আমরা অবিশ্বাস রূপ কুলুপ প্রত্যেক ভাণ্ডারের দরজায় আঁটিয়া দিয়া কোথায় পরিত্রাণ, কোথায় পরিত্রাণ ? বলিয়া হাহাকার করিতেছি । বিশ্বাসের সহিত যদি আমরা পরস্পরকে চিনিতে পারি, তাহ হইলে আশাতীত সাহায্য পাই এবং আমাদের মহৎ অভাব পূর্ণ .दूरेंझ। बांश्च । । ... •