পাতা:ধর্ম্মসাধন.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩০ ধৰ্ম্মসাধন । * বহিতে না বহিতে পরস্পরেবিচ্ছিন্ন হন। “আমাদের পরস্পশু । মত সৰ্ব্বতোভাবে মিলিত হইবে না, শুচ পরস্পরে প্রতির সহিত মিলিত হইতে পারি এইট প্রথম বিশ্বাস চাই । যাহাদের সঙ্গে মতভেদ হইবেeপ্রেমাহবানে তাহাদিগকে ডাকিয়া বা তাহাদিগের কাছে গিয়া বলিব ‘এবিষয়ে মিলিলাম, এবিষয়ে মিলিলাম না ; কিন্তু ত৷ বলিয়া কেহ ভ্রাতৃভাবের অন্যথা করিতে পরিবেন না।" ঈশ্বর তাহার প্রেমদ্বারা পাষণ্ডদিগকে দলন করেন, আমরা তাহার অনুরূপ প্রেম প্রকাশ করিতে পারিলে উদ্ধত ভ্রাতাদিগকেও পরাস্ত ও বশীভূত করিতে পারি। প্র । কোন লোকের প্রতি কোন দোষের সন্দেহ হইলে র্তাহাকে তাহ জিজ্ঞাস করা উচিত কি না ? م উ। সে লোকের সরলতার প্রতি যদি বিশ্বাস থাকে, তাহ হইলে ভাল, নতুবা বিপরীত ফল ফলিতে পারে। t প্র। বন্ধুর দোষগুণ সম্বন্ধে কতদূর জানা উচিত ? উ। আপনার ও বন্ধুর মঙ্গলের জন্ত যত দূর জানা অণবখ্যক । - প্র । পরস্পরের দোষগুণ জানিবার সম্বন্ধে কি কি সাধন আবশ্বক ? . উ। ১—অন্তের গুণ জানিলে গ্রহণ ও তৎ প্রতি শ্রদ্ধা । ২—অন্তের দোষ জানিলে ক্ষমা ও প্রীতির সহিত তাহার সংশোধন চেষ্টা । . ৩–আপনার দোয়ু শুনিতে ও বুঝিতে প্রস্তুত হওয়া । ৪—অন্তের দোষ গুণ ঠিক্‌ বুঝিবার জন্ত ঈশ্বরের প্রতি শ্রদ্ধা উদ্দীপন এবং তাহার সাঙ্গুষ্য প্রার্থনা ।