পাতা:ধর্ম্মসাধন.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

): . O , , , ধৰ্ম্মবন্ধুদিগের পরস্পর সম্বন্ধ। ১৩১

ു প্রেমরাজ্য স্বৰ্গরাজ্য ਕਿ আনিতে হইলে কি

কি উপায় গ্রহণ করি© হইবে ? - উ স্বৰ্গরাজ্যে থাকিবার যে অবস্থা বিশ্বাস পটে মুদ্রিত আছে, তাহা যাহাতে বাস্তবিক ও দ্বীভাবিক অবস্থা হয়, এরূপ : সাধন করিতে হইবে। এ পৃথিবীকে যুক্তক্ষণ দেখি, শরীরে যতক্ষণ থাকি, ততক্ষণ স্বৰ্গরাজ্য হইতে o থাকি । যে অবস্থায় ঈশ্বর আমাদিগের পরম লোক, পরম আনন্দ সেই স্বর্গের অবস্থা। পরলোকে আমরা সেই অবস্থায় থাকিব। ইহলোকে যে পরিমাণে ব্রহ্মকে বাসস্তান করিতে পারি, সেই পরিমাণে স্বৰ্গলোকের নিবাসী হই । আত্মা ঈশ্বরের প্রেমভাব যত ধারণ করিতে পারে, তত প্রেম রাজ্য বুঝিতে পারে । সৰ্ব্বদা ব্রহ্মের ধ্যান ধারণা, নিদিধ্যাসন করিয়া এই পৃথিবীতে থাকিয় আমরা । স্বৰ্গরাজ্যে প্রবেশ করিব, অনন্তকাল সেই রাজ্যে বাস করিব । f সম্পূর্ণ। . . .