পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অধ্যায়।

অস্মাকন্তু বিশিষ্ট যে তান্নিবোধ দ্বিজোত্তম! ।
নায়কা মম সৈন্থ্যস্ত সংজ্ঞার্থং তান ব্রবীমি তে॥ ৭ ॥

 হে দ্বিজোত্তম! আমাদিগের মধ্যে যাঁহারা প্রধান, আমার সৈন্যের নায়ক, তাহাদিগকে অবগত হউন। আপনার অবগতির জন্য সে সকল আপনাকে বলিতেছি। ৭ ।

ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ।
অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তির্জয়দ্রথঃ॥ ৮ ॥[১]

 আপনি, ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী ক্বপ, (৬) অশ্বত্থামা ( ৭ ), বিকর্ণ, সোমদত্ত-পুত্র ( ৮ ) ও জয়দ্রথ ( ৯ )। ৮ ।

 (৬) ইনিও ব্রাহ্মণ এবং অস্ত্রবিদ্যায় কৌরবদিগের আচার্য্য।

 (৭) দ্রোণপুত্ত্র।

 (৮) ইনিই বিখ্যাত ভূরিশ্রবা।

 (৯) দুর্য্যোধনের ভগিনীপতি।

অন্ত্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তজীবিতাঃ।
নানাশস্ত্রপ্রহরণা: সর্ব্বে যুদ্ধবিশারদাঃ॥ ৯ ॥

 আরও অনেক অনেক বীর আমার জন্য ত্যক্তজীবন হইয়াছেন (অর্থাৎ জীবন ত্যাগে প্রস্তুত হইয়াছেন)। তাঁহারা সকলে নানাস্ত্রধারী এবং যুদ্ধবিশারদ॥ ৯ ॥

 গীক্তার প্রথমাধ্যায়ে ধর্ম্মতত্ত্ব কিছু নাই। কিন্তু প্রথম অধ্যায় কাব্যাংশে বড় উৎকৃষ্ট। উপরে উভয় পক্ষের বহু গুণবান্——————

  1. সৌমদস্তিন্তথৈব চ ইতি পাঠান্তর আছে।