পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అ শ্ৰীমদ্ভগবদগীতা । ছিলেন। অর্জনের “গৃহযুদ্ধের কথা আমরা অনেকবার শুনিতে পাই। 姆 অপি ত্ৰৈলোক্যরাজাসা হেতোঃ কিন্তু মহীকৃতে । নিহত্য ধাৰ্ত্তরাষ্ট্রান ন: কা গ্ৰীতি: স্যাজ্জনাৰ্দ্দন ॥ ৩৫ ৷৷ পৃথিবীর কথা দূরে থাক, ত্ৰৈলোক্যের রাজ্যের জন্তই বা ধৃতরাষ্ট্র-পুত্রগণকে বধ করিলে কি স্বথ হইবে, জনাৰ্দ্দন ? । ৩৫ ৷ পাপমেবাত্রয়েদস্মান হত্বৈতানাততায়িনঃ। তস্মান্নাহ বয়ং হস্তুং ধাৰ্ত্তরাষ্ট্রান্‌ সবান্ধবান । * স্বজনং হি কথং হত্বা সুখিনঃ স্যাম মাধব । ৩৬ ৷৷ এই আততায়িদিগকে বিনাশ করিলে আমাদিগকে পাপ আশ্রয় করিবে, অতএব আমরা সবান্ধব ধৃতরাষ্ট্র-পুত্রদিগকে বিনাশ করিতে পারিব না । হে মাধব ! স্বজন হত্যা করিয়া আমরা কি প্রকারে সুখী হইব ? । ৩৬ । ছয় জনকে আততায়ী বলে— অগ্নিদে গরদশ্চৈব শস্ত্রপাণিধনাপহঃ । ক্ষেত্রদারাপহারী চ ষড়েতে আততায়িনঃ ॥ যে ঘরে আগুণ দেয়, যে বিষ দেয়, শস্ত্রপাণি, ধনাপছারী, ভূমি যে অপহরণ করে, ও বনিতা অপহরণ করে, এই ছয়জন আততায়ী । অর্থশাস্ত্রানুসারে আততায়ী বধ্য। টীকাকারের - অৰ্জ্জুনের বাক্যের এইরূপ অর্থ করেন, যে যদিও অর্থশাস্ত্রানুসারে আততায়ী বধ্য তথাপি ধৰ্ম্মশাস্ত্রানুসারে গুরু প্রভৃতি অবধ্য ।

  • ৰবান্ধবান ইতি পাঠান্তর আছে ।