পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় } చిణ టి নাস্তোহস্তি মম দিব্যানাং বিভূতীনাং পরস্তুপ। এষ তুন্দেশত: প্রোক্তে বিভূতেৰ্ব্বিস্তরে ময় ॥ ৪০ ৷ হে পরস্তপ ! আমার দিব্য বিভূতির ইয়ত্ত নাই, আমি সংক্ষেপে এই বিভূতি-বিস্তার কীৰ্ত্তন করিলাম। ৪০ ৷ যদযদ্বিভূতিমৎ সত্বং শ্ৰীমদুর্জিতমেব বা ॥ তত্তদেবাবগচ্ছ ত্বং মম তেজোহংশসম্ভবম্ ॥ ৪১ ৷ বস্তুতঃ যে যে বস্তু ঐশ্বৰ্য্যযুক্ত ও প্রভাব-বল-সম্পন্ন, সেই সমস্ত আমার প্রভাবের অংশ দ্বার। সস্তৃত হইয়াছে । ৪১ ৷ অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবাৰ্জ্জুন । বিষ্টভ্যাহমিদং কৃৎসমেকাংশেন স্থিতো জগৎ ॥ ৪২ ৷ হে ধনঞ্জয় ! এক্ষণে আমার বিভূতির বিষয় পৃথকৃরূপে জানিবার প্রয়োজন নাই, যেহেতু আমি একাংশ দ্বারা এই শ্বসংসারে ব্যাপ্ত হইয়া অবস্থান করিতেছি । ৪২ ৷ ইতি বিভূতিযোগে নাম দশমোছধ্যায়ঃ।