পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ ఆ শ্ৰীমদ্ভগবদগীতা । پہیہم.xع ہمہ سہی۔ جی مہم ھی حمحی: স্বামী প্রিয়তমার অপরাধ সহ করিয়া থাকেন সেইরূপ তুমিও আমার অপরাধ মার্জনা করিবে তাছার সন্দেহ নাই। ৪৪ ৷ অদৃষ্টপূর্ববং হৃষিতোহস্মি দৃষ্ট, ভয়েন চ প্রব্যথিতং মনে মে । তদেব মে দশয় দেব রূপং প্ৰসীদ দেবেশ জগন্নিবাস ॥ ৪৫ ॥ হে দেব ! আমি তোমার অদৃষ্টপূৰ্ব্ব রূপ নিরীক্ষণ করিয়া মিতান্ত সস্তুষ্ট হইয়াছি। কিন্তু আমার অন্তঃকরণে ভয়সঞ্চার হইতেছে। হে কৃষ্ণ ! তুমি প্রসন্ন হইয়া পুনৰ্ব্বার পূর্বরূপ ধারণ ও অীমাকে প্রদর্শন কর । ৪৫ ৷ কিরীটিনং গদিনং চক্ৰহস্তমিচ্ছামি ত্বাং দ্রষ্ট মহং তথৈব । তেনৈব রূপেণ চতুভুজেন সহস্ৰবাহো ভব বিশ্বমুৰ্ত্তে ॥ ৪৬ ৷ কিীটসমলঙ্কত, গদাচক্রলাঞ্ছিত সেই পূৰ্ব্ববৎ রূপ দর্শনের অভিলাষী হইল্লাছি ; হে সহস্ৰবাহো ! হে বিশ্বমুৰ্ত্তি । এক্ষণে সেই চতুভূজ মূৰ্ত্তি ধারণ কর । ৪৬ ৷ শ্ৰীভগবানুবাচ । ময় প্রসন্নেন তবাৰ্জুনেদং রূপং পরং দর্শিতমাত্মযোগাণ্ড ।