পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায়। థిని যদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ং যাতি দেহভৃৎ । তদোত্তমবিদাং লোকানমলান প্রতিপদ্যতে ॥ ১৪ ॥ রজসি প্রলয়ং গত্ব কৰ্ম্মসঙ্গিষু জায়তে । তথা প্ৰলীনস্তমসি মূঢ়যোনিযু জায়তে ॥ ১৫ ॥ সত্ত্বগুণ পরিবদ্ধিত হইলে যদি কেহ কলেবর পরিত্যাগ করে, সে হিরণ্যগর্ভোপাসকদিগের প্রকাশময় লোক সকল প্রাপ্ত হয়, রজোগুণ পরিবৰ্দ্ধিত হইলে যদি কাহাঁর মৃত্যু হয়, তাহা হইলে কৰ্ম্মাসক্ত মনুষ্যযোনিতে তাহার জন্ম হইয়া থাকে, আর যদি কেহ তমো গুণ পরিবর্দ্ধিত হইলে দেহত্যাগ করে, তাহা হইলে তাহার পশ্ব দিয়োলিতে জন্ম হয় । ১৪ । ১৫ । কৰ্ম্মণ: সুকৃতস্যান্থঃ সাত্ত্বিকং নিৰ্ম্মলং ফলম। রজসস্তু ফলং দুঃখমজ্ঞানং তমস: ফলম ॥ ১৬ ॥ সাত্ত্বিক কৰ্ম্মের ফল সুনিৰ্ম্মল সাত্ত্বিক সুখ, রাজস কৰ্ম্মের ফল দুঃখ এবং তামস কৰ্ম্মের ফল অজ্ঞান । ১৬। সত্ত্বাৎ সঞ্জীয়তে জ্ঞানং রজসে লেভি এব চ | প্রমাদমোহৌ তমসো ভবতোহভজ্ঞাননেব চ ॥ ১৭ ॥ সত্ত্ব হইতে জ্ঞান, রজ হইতে লোভ ও তম হইতে প্রমাদ, মোহ ও অজ্ঞান সমুখিত হইয়া থাকে । ১৭ ৷ উৰ্দ্ধং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠস্তি রাজসাঃ । জঘন্যগুণবৃত্তিস্থা অধোগচ্ছন্তি তামসাঃ ॥ ১৮ ॥ সাত্ত্বিকলোক উদ্ধে ও রাজসিক লোক মধ্যে অবস্থান