পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

也惨绝 শ্ৰীমদ্ভগবদগীতা । তত: পদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গতা ন নিবৰ্ত্তস্তি ভূয়ঃ । ” তমেব চাদ্যং পুরুষং প্রপছে যতঃ প্রবৃত্তিঃ প্রস্থতা পুরাণী ॥ ৪ ॥ এই বৃক্ষের রূপ নিরীক্ষিত হয় না, ইহার অাদি নাই অন্ত মাই এবং ইহা কিরূপে অবস্থান করিতেছে তাহাও অবগত হওয়! যায় না । এই বদ্ধমূল অশ্বখ বৃক্ষ সুদৃঢ় নিৰ্ম্মমত্বরূপ শস্ত্র দ্বারা ছেদ করিয়া উহার মূলভূত বস্তু অনুসন্ধান করিবে, উহা প্রাপ্ত হইলে পুনরায় প্রত্যাবৃত্ত হইতে হর না । ৩ । ৪ । ബ নিৰ্ম্মানমোহ জিতসঙ্গদোষ৷ অধ্যাত্মনিত্যা বিনিবৃত্তকামাঃ । দ্বন্দ্রৈবিমুক্তাঃ সুখদুঃখসংজ্ঞৈগচ্ছস্ত্যমুঢ়াঃ পদমব্যয়ং তৎ, ॥ ৫ ॥ যাহা হইতে এই চিরন্তনী সংসার প্রবৃত্তি বিস্তৃত হইয়াছে ; আমি সেই আদিপুরুষের শরণাপন্ন হই এই বলিয়া তাহার অনুসন্ধান করিতে হইবে । যাহারা অভিমান, মোহ, ও পুত্র কলব্রাদির প্রতি আসক্তি পরিত্যাগ করিয়াছেন এবং সুখ ও দুঃখ হইতে বিমুক্ত হইয়াছেন, সেই সমস্ত আত্মজ্ঞানপরায়ণ নিষ্কাম অবিদ্যাশূন্ত মহাত্মারা অব্যয় পদ প্রাপ্ত হইয়া থাকেন । ৫ । ন তদ্ভাসয়তে সূর্য্যো ন শশাঙ্কো ন পাবকঃ । যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম ॥ ৬ ॥ মাহ প্রাপ্ত হইলে পুনৰ্ব্বার প্রতিনিবৃত্ত হইতে হয় লা ।