পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা বিভূতিভূষণের সর্বপ্রথম উপন্যাস যেমন পথের পাঁচালী’ ও ‘অপরাজিত, তেমনি তার পরিণত প্রতিভার শেষ অবদান দম্পতি’ ও ‘অথৈজল (অসম্পূর্ণ)। কোন অজ্ঞাত কারণে শেষ উপন্যাসটি তিনি অসম্পূর্ণ রেখেছিলেন জানি না, তবে উপন্যাস বলতে এই দুটি ছাড়া জার তিনি কিছু লেখেন নি। মৃত্যুর এক মাস আগে পূজা সংখ্যায় বিভিন্ন পত্র-পত্রিকায় তার যেসব গল্প প্রকাশিত হয়েছিল, নিঃসন্দেহে সেগুলি তার শেষ রচনা—সেদিক থেকে ‘কুশলপাহাড়ী’ গ্ৰন্থকেই সর্বশেষ বলা যেতে পারে। দুঃখের বিষয় এই তিনটি গ্রন্থের কোনোটি তিনি চোখে দেখে যেতে পারেন নি। তাই "কুশল পাহাড়ী’র আগে ‘জ্যোতিরিক্ষণ’ নামে যে গল্পসঙ্কলনটি প্রকাশিত হয়েছিল, বিভূতিভূষণের চোখে-দেখা হাতে-নেওয়া সেটিই সর্বশেষ গ্রন্থ। মোট কথা বর্তমান খণ্ডটিকে বিভূতিভূষণের সর্বশেষ রচনাবলীর সংকলন বললে অত্যুক্তি হয় না। ঠিক কোনটি কার আগে-পরে কিভাৰে রচিত, সন-তারিখ বিবরণসহ তা গ্রন্থপঞ্জীতে দ্রষ্টব্য ! . - অর্থাৎ আসল যে কথাটা বলতে চাই, বিভূতিভূষণের মত অসাধারণ শিল্পী ও লটার পূর্ণতার শেষ স্বাক্ষর কেবল এই একাদশ খণ্ডটি নয়, এ তার জীবনদর্শন, মননশীলতা ও ভাবলোকের যেন এক স্বসম্পূর্ণ প্রতিচ্ছবি। ‘পথের পাঁচালী” দিয়ে যে জীবনের শুরু ও ‘কুশল পাহাড়ীতে মহাসমাপ্তি, সেই স্বদীর্ঘ সাহিত্যসাধনার চরম সিদ্ধি, 'বিভূতি”–এই খণ্ডের সব চেয়ে অমূল্য সম্পদ । এখানে তাই প্রত্যাশা যেমন বেশী, কৌতুহল তেমনি সীমাহীন। সেই মহান শিল্পীর জীবনচর্চার যে ফলশ্রুতি, জ্ঞানসমূদ্র মন্থন করা শেষ যে অমৃত তার রূপ নয়—স্বরূপ কি, কোন অনন্ত মহালোকের বার্তা সে বহন করে এনেছে, কি তার বৈভব—জানবার জন্যে ব্যাকুলতার অম্ভ নেই পাঠকের মনে । १é ኔ বিভূতিভূষণের শেষ উপন্যাস দম্পতি’ ও ‘অথৈজল সর্বপ্রথম যে চমক লাগায়, তা হ’ল ওই উপন্যাস দুটির বিষয়বস্তু, যাকে অ-বিভূতিভূষণোচিত বা বিভূতিভূষণের ব্যতিক্রম বললে অত্যুক্তি হয় না। মূলতঃ দুটি উপন্যাসের বক্তব্য এক এবং ছটিই নায়কের পদস্খলনের কাহিনী। আবার দুই নায়কই প্রৌঢ়, বয়স চল্লিশের মত। দু'জনেই সংসারী, স্ত্রী-পুত্ৰকল্প বর্তমান। সব চেয়ে বড় কথা দু'জনেই চরিত্রবান পুরুষ, নিষ্কলঙ্ক-চরিত্র। উভয়ের গৃহে অাদর্শ স্ত্রী, পতিগতপ্রাণী জীবনসঙ্গিনী—উভয়েই মুখী দম্পতি। অকস্মাৎ বিনা মেঘে বজাম্বাতের মত এই দুই নায়কেরই মতিভ্ৰম ঘটল ; একজনের মাথা ঘুরে গেল ফিল্ম-স্টার শোভারাণী মিত্রকে দেখে। অন্যজনে কিশোরী খেম্টাউলী পারার वि. ब्र.-ss (फूषिक )